অশ্রু

যখন আঁখিজলে চোখ ভেসে যায়
মনকে প্রবোধ দেই আমি,
কিন্তু আজ প্রবোধের কিছু নেই।
অশ্রুকে বাঁধ দেয়ার প্রয়োজন নেই,
আজ আমার কষ্টের দিন।
আঁখিজলে ভাসিয়ে দেব এই দেশ,
আমার অশ্রুবর্ষণ হার মানাবে
আজ সিলেটের বারি বর্ষণকে,
এই অশ্রুবর্ষণে নেই কোন লজ্জা।
আজ একটু কাঁদ বাংলা মা, কাঁদ,
তোমার সূর্যসন্তানেরা আজ নিহত।

নিহত!!!
শতধিক্কার জানাই নিজেকে,
শহীদদের আমি নিহত বলি?
যাঁরা প্রাণ দিয়েছেন,
আমার কাছে তারা সবাই শহীদ।
কোন বাঁধা রুখতে পারবে না
কোন রক্তচক্ষু বিরত করতে পারবে না
আমাকে, তাঁদের শহীদ বলা হতে।
আমি আজ বাঁধভাঙা ক্রন্দন
আজ আমি নির্বোধ আক্রোশ
এক উদ্বেলিত ক্ষোভ আমি
প্রবোধের কিছু নাই আজ,
আজ আমার অশ্রুদিবস।

দ্রঃ আমি জানি না লেখাটা কেমন হয়েছে, কিন্তু রক্ত দিয়ে লেখা বোধহয় একেই বলে। হৃদয় হতে নিঃসৃত কথা লিখলাম। উৎসর্গ করছি সকল শহীদদের প্রতি।

১,১৫২ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “অশ্রু”

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।