আমার আকাশ

হঠাৎ একদিন মনে হল
অনেকদিন আকাশ দেখি না;
দেখি না মেঘের লুকোচুরি খেলা।
মেঘহীন আকাশের হলদে সূর্যের দিকে চেয়ে
অনেকদিন চোখ রাঙানো হয় না।

আজ আকাশ দেখলাম,
আমার বহু পরিচিত বন্ধুর দিকে যেন চোখ ফেরানো হল।
আকাশটা কেমন যেন
গোমড়া মুখে চেয়ে রইল আমার দিকে।
যেন বলছে, “বহুদিন মনে করনি যে আমায়”।

চকিতে চোখ নামিয়ে নিলাম,
চশমার কাচটা পরিষ্কার করলাম বারকয়েক,
এযে আমার সেই পরিচিত আকাশ নয়।
কেমন যেন বিবর্ণ, বিমর্ষ দেখাচ্ছিল ওকে।
এই অপরিচিত আকাশের দিকে
অপলক দৃষ্টিতে ক্ষণিক তাকিয়ে রইলাম,
একটু দীর্ঘশ্বাস, সামান্য আশাভঙ্গের বেদনা
আর অনেকটা ক্রোধ নিয়ে মাথা নিচু করলাম।

আমি তো এই আকাশকে চিনি না।
কখনও চিনি নি।
মনে পড়ে, পদ্মায় চিত সাতার দিতে দিতে
দেখা আমার সেই পুরনো বন্ধুকে।
অথবা গেণ্ডারিয়া থাকতে
আমার বাসার ছাদে শুয়ে দেখা,
স্বচ্ছ, নীল আকাশকে।
এই বিবর্ণ, বিমর্ষ ধূলিধূসরিত,
কালচে নীল জিনিসটি আমার আকাশ নয়।

কে আমার আকাশকে কেড়ে নিয়েছ,
ফিরিয়ে দাও ওকে, ফিরিয়ে দাও।

কিছুটা আত্মশ্লাঘা নিয়ে মনে পড়ে,
আমাদেরই তৈরি কিছু কলকব্জা,
আর ইট-বালু-সিমেন্টের ফলাফল
আজকের আকাশ।

মাঝে মাঝে বড় ভয় হয়,
না জানি কবে আমার সকল
ভালবাসা, আদর আর স্নেহের ওপর,
আমাদের-ই করাল থাবা পড়ে,
আর আমাকে আবার এই একই
আক্ষেপ করতে হয়।

আমাকে নিজের, আমাদের কাছ থেকে
রক্ষা করার মত কেউ কি আছে,
না আবার আমাদের অস্ত্র ধরতে হবে?
কিন্তু এবার শুধু নিজের বিপক্ষে,
নিজেদের বিপক্ষে।

আজ আবার এক নূরলদীনের দরকার,
আজ আবার সে ডেকে উঠবে,
“জাগো বাহে, কুণ্ঠে সবাই?”

(অনেকদিন পর লিখলাম। সবাই ভালো আছেন তো?)

৩,৭৩৮ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “আমার আকাশ”

  1. রকিব (০১-০৭)

    সিসিবিকে উজ্জীবিত করতে আপনার এই লাইন ক'টা পারফেক্টঃ

    আজ আবার এক নূরলদীনের দরকার,
    আজ আবার সে ডেকে উঠবে,
    “জাগো বাহে, কুণ্ঠে সবাই?”

    শুভ প্রত্যাবর্তন শার্লী ভাই।
    বস মাস্ফ্যুদার নামে একটা মামলা করতে চাই। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    একটা জিনিষ চিন্তা করলাম। টাইটেলটা যদি একটু নাইড়া চাইড়া এমন করে দেয়া হয় 😛
    আমার আকাশ

    উপ্রের লিঙ্কে নিজ দায়িত্বে ক্লিক করবেন; আমি কিছু জানি না 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. জিহাদ (৯৯-০৫)

    ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? বহুদ্দিন আপনার সাথে মোলাকাত হয়না।
    কবিতা হোক, অকবিতা হোক, চালায় যা। সিসিবির এই দুর্দিনে ব্যারিস্টার হয়ে দিশা না দেখাইলে কেমনে কী :ডি


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    ও ভাইরে কোবতে দিলেন কিন্তু এন্টিনা কই 😕 😕 😕
    (কতদিন পর এন্টিনার দরকার পরল) 😀 😀 😀


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।