ফিলসফি

আঁধপোড়া সিগারেট পড়ে ছিল
রাস্তার ওপর।
ইতিউতি করে আশপাশে দেখে
তুলে নিলাম হাতে।
ফিল্টারের ধুলা সরিয়ে
ঠোঁটে গুঁজে নিয়ে ধরালাম ওটা।
মনে মনে বললাম আজ নাহয়
একটা সিগারেটের টাকা বাঁচাই।
সুখটান দিয়ে নাক মুখ দিয়ে
ধোঁয়া ছাড়লাম।
নাহ! নতুন সিগারেটের সাথে
পার্থক্যই পেলাম না কোনও।
তবে কি অর্ধেকটা পুড়ে গেলেও
কোন উনিশ বিশ হয় না কিছুতে?
ফুটপাতে বসে পড়ে মনের মাঝে
জটিল ফিলসফি কপচাতে লাগলাম।
ঠিক হল কিনা জানিনা,
কিন্তু সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।
আঁধপোড়া জীবনটাকেও তবে
শুরু করা যায় তাহলে,
একেবারে নতুনের মত করে।
পারি না পারি না করে জীবনটা
শেষতো করে ফেলা যায় না, নাকি?
দেখি তবে নতুন সূচনা
কেমন করে কার্যকর করা যায়।
কেউ শেষ বললেই তো
শেষ হয়ে গেল না।
কারণ আমি ঠিক ততটাই পারি,
যতটা আমি বিশ্বাস করি।
আর অবশ্যই আমি
ঠিক ততটাই ভাগ্যবান,
যতটা আমি বিশ্বাস করি।

২,৫৫৮ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “ফিলসফি”

  1. নাজমুল (০২-০৮)

    সিগেরেট খাইনা তারপর ও সিগেরেট নিয়া কবিতা পইড়া ভালো লাগলো কারন ...একটু গুরুগম্ভির কমেন্টস করি B-)
    কারন এর সাথে জড়িয়ে আছে জীবন, আছে জীবনের অনেক না পাবার কষ্ট
    তারপর ও আধ খাওয়া সিগেরেটের মতো আমাদের জীবন :boss:
    নাজমুল দারুন :clap:
    ধন্যবাদ :shy:

    জবাব দিন
  2. ওরে শার্লী, দারুণ লাগলো... 😀

    তুই সিগারেটরে নিয়া কবিতা লিখলি... আমারে নিয়াও তো একটা লিখতে পারতি !!

    কেমন আছিস? লণ্ডনে কেমন লাগে? তুই যাওয়ার পর তো কোন যোগাযোগ হইলো নাআআআ

    জবাব দিন
  3. হাসনাইন (৯৯-০৫)
    আঁধপোড়া জীবনটাকেও তবে
    শুরু করা যায় তাহলে,
    একেবারে নতুনের মত করে।
    পারি না পারি না করে জীবনটা
    শেষতো করে ফেলা যায় না, নাকি?

    এইডা আমার কবিতা, তুই জানলি ক্যামনে...... :grr: :grr:

    জবাব দিন

মওন্তব্য করুন : মনসুর আহমেদ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।