বার্তা

তোমাদের বলছি,
যারা রাতের পর রাত কাটিয়েছ নির্ধূম
পাহারা দিয়েছ মজুতদারের পাপ,
পেঁচা আর বাঁদুরের হুঙ্কার হেঁকেছে গলা।
তোমাদের চোখে ধুলো দেবো শীঘ্রই,
ভাঙবো পাপের বদ্ধ তালা।

তোমাদের বলছি,
যারা আজীবন বন্দী দাসত্বে,
বলেছ,
ভাগ্যই ফেলেছে তোমাদের দুর্ভাগ্যের গর্তে,
তাকাওনি কখনো
মনিবের চোখে সোজাসুজি।
শীঘ্রই ভাঙবো তোমাদের ভয়,
মনিবের সাথে হবে
আমাদের বোঝাবুঝি।

তোমাদের বলছি,
যারা শোষনের হিসাব কষেছ খাতায়,
খাজনা আর সুদের সাক্ষী তোমরা,
শোষনের পাতায় পাতায়।
ধূর্ত শেয়ালের মতো
কৃষকের ফসলে হেনেছ চোখ,
তোমাদের ক্ষুধা মেটাবো শীঘ্রই
পাবে নিজেদের রক্তের রাজভোগ।

১৯ টি মন্তব্য : “বার্তা”

  1. চমতকার!!
    :boss: :boss:
    দোস তোর কবিতাগুলা তুলনামূলক ভালো লাগে। কারণ তুই সাধারণ মানুষের জন্য লিখিস। এন্টেনা খাড়া করলে ধরা যায় 😀 😀

    সবচাইতে বড় কথা RCC পোস্ট আমরা সেঞ্চুরী করতে চাই খুউউব শীঘ্রই।
    আমার পোস্ট তোর চাইতে বেশী সেইটা আমি এইমাত্র আবিষ্কার করলাম!! B-) B-) B-) B-) B-) B-)

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)
    ..কবিতাগুলা তুলনামূলক ভালো লাগে। কারণ তুই সাধারণ মানুষের জন্য লিখিস। এন্টেনা খাড়া করলে ধরা যায়

    :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : শার্লী (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।