ফরমান

স্থাণুবৎ হয়ে অবাক পৃথিবী দেখে
মানুষের রক্তচাটা মানুষ,
নীলকুঠীর পুনরাবৃত্তি
তাই, এই বিশ্ব পুনরায় দেখবে জানি
শাসকের লেলিহান চিতা।
ধ্বংসের প্রতিপত্তি।

টগ্‌বগে রক্তের উত্তাপে
ধারালো হচ্ছে যুদ্ধের তরবারি,
বেদ কিংবা কোরানের শ্লোক তুলেও
রক্ষে হবে না তোমার খবরদারি।
সেই রাজবল্লভ তুমি
যতই হও না কেন নিভৃতচারী।

রক্তের তৃষ্ণা মেটাবো তোমার বিলক্ষণ
তোমারই রক্তকণায়,
তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে
ইতিহাসের আবর্জনায়।
তোমার শোষনের স্বপ্ন ভেঙ্গে হবে চুরমার
তোমাদেরই সাজানো দুর্ঘটনায়।

১৩ টি মন্তব্য : “ফরমান”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)

    চমৎকার কবিতা শার্লী ...... তবে

    রামায়ণ কিংবা কোরানের শ্লোক তুলেও
    রক্ষে হবে না তোমার খবরদারি।

    লাইনটার ব্যাপারে একটু আপত্তি জানাচ্ছি। তুমি যদি রামায়নের বদলে গীতা বা মহাভারত ব্যবহার করতে তাহলে মনে হয় আরো appropriate (এইটার বাংলা কি??) হত।

    জবাব দিন
  2. কী সব জটিল কইরা লিখস দোস্ত... কিছু বুঝি টুঝি না 🙁

    তয় বুজছি যে-- সুন্দর হইছে সিরাম 😛 😛
    :hatsoff: :hatsoff:

    (রাজশাহীর আরেকখান বাইড়া গেলো পোস্ট। কলেজের ৪৩ বছর পূর্তিতে আমরা সিসিবিতে সেঞ্চুরী করে ফেলবো নাকি বলিস 😉 😉 )

    জবাব দিন

মওন্তব্য করুন : শার্লী (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।