ডায়লগ De MGCC

প্রাচীনকালে পর্যটকেরা যখন রাজ্যের রাজার সাথে প্রথম সাক্ষাত্‍ করতেন,সঙ্গে থাকতো নানা উপঢৌকন।সিসিবি’র সাথে গত এক বছর ধরে আমার দিনে কমসে কম তিনবার সাক্ষাত্‍ হলেও পর্যটকের মর্যাদা লাভ করেছি(সদস্যপদ) দুদিন আগে।লেখক হিসেবে কোন মানের মধ্যে না পড়লেও পৃথিবীর সব ব্লগের শাহেনশাহ্ সিসিবিকে(আমার জানামতে, এবং আমি জানি বাংলাদেশের সব ক্যাডেটের জানামতে) উপেক্ষা করার সাহস আমার নেই,তাই হুজুরকে সামান্য নাজরানা…
১.এক সিনিয়র আপা যিনি পানিশমেন্ট দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন; এক জুনিয়রকে ডেকেছিলেন কোন এক ফল্টের কারণে।জুনিয়র যখন ডর্মের সামনে সেই সিনিয়রকে ডাকছে,তিনি আর ডর্ম থেকে বের হন না;একটা তেলাপোকা ডর্মটা রাউন্ড দিচ্ছিল তাই!! উত্‍সাহী জুনিয়রটি তেলাপোকাটিকে স্যান্ডেলে পিষে ফেলার পর সেই আপা বের হয়ে এসে;

“আমার ডর্মের তেলাপোকাকে মেরে ফেলার সাহস পাও কি করে?”
২.বাংলার একজন শিক্ষককে আমরা সবাই বাবা ডাকতাম(অবশ্যই আড়ালে O:- এবং পিতৃসুলভ কোন আচরণের জন্য নয়)। একদিন প্রেপটাইমে স্যার ক্লাসরুমে;জনৈক ক্লাসমেট বাহির থেকে এসে দরজায়,
মে আই কাম ইন বাবা’
৩.আমাদের এক সিনিয়র আপা ওয়ালম্যাগাজিনে কাজে লাগানোর জন্য এক জুনিয়রকে গার্ডেন থেকে মাটি যোগাড় করে আনতে বলেছিলেন।ধরা যাক ওনার নাম হাসিনা আপা (খালেদা আপাও হৈতে পারে),সেই জুনিয়র রুমের বাইরে দাঁড়িয়ে ডাকছে,
হাসিনা আপা,’
(ভেতর থেকে)কেন আসছো?’
আপা হাসিনা আপাকে মাটি দিতে আসছি’
৪.মেস ওআইসি ম্যাডাম(যাকে প্রিন্সিপাল স্যারও ভয় পেতেন)ডাইনিং হলে ক্যাডেটরা লেট করায় কলেজপ্রিফেক্ট আর ডাইনিং হলপ্রিফেক্টকে তার ভয়াবহ ইংলিশে,”হাউ ডিয়ার য়ূ?য়ু টু হ্যাভ পুশ মাই ব্যাকবোন টু দা ওয়াল”
৫.একজন জনপ্রিয় শিক্ষকের ফেয়ারওয়েল;সবাই ফেয়ার ওয়েল সং গাইছে,হি ইজ দা জলিগুড ফেলো’
নিউ ক্লাস সেভেন মনের সুখে, হি ইজ দা জলিগুড বাফেলো’

১২,০০৯ বার দেখা হয়েছে

২৩৮ টি মন্তব্য : “ডায়লগ De MGCC”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    দূর্দান্ত ওপেনিং, হাসতে হাসতে শ্যাষ :khekz: :khekz: :khekz:

    নিয়মিত লেখা চাই, শুভ ব্লগিং

    অফটপিকঃ ইদানিং অনেককেই বলতে শুনি কয়েকমাস অপেক্ষা করেও সদস্য হতে পারছে না, ঘটনাটা কি?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    :-B 😮 🙂 😀 :khekz: :pira: =)) :(( :goragori: ওরে বইন্ডি,ফার্স্ট ব্লগেই তো হাসাইতে হাসাইতে কান্দাইয়া ফালাইলা...... :hug: .......ক্যারি অন. :clap: .......বুঝতেছি ব্লগে '০৮ ব্যাচের জয়গান শুরু হয়ে গেছে!! :thumbup:

    এক্কেরে ম্মিলেনিয়াম রিভোলিউশন :boss: :boss: :salute:

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    :thumbup:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    লেখা এবং মন্তব্য পড়ে মনে হল, তোমার সেন্স অব হিউমার দারুণ।

    অনেকদিন এমন প্রাণখুলে হাসি নাই।
    জটিল।
    আরো লিখ।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    হুম, জিনাত, ভালো, ভালো। আসলেই তোমার সেন্স অব হিউমার ভালো। চালিয়ে যাও। :thumbup:

    ১০টা :frontroll: ও এর মধ্যে দিয়ে ফেলেছো? কিন্তু পোলাপাইন তো তোমাকে বিভ্রান্ত করেছে। MGCC'র কেউ :frontroll: দেয় না। প্রিন্সিপাল এইরকম অমানবিক আদেশ দিতেই পারেন না!! MGCC'র কেউ প্রথম পোস্ট দিলে প্যারেড গ্রাউন্ডে ১০বার মটর সাইকেল চক্কর দিতে হয়। কিন্তু :frontroll: যেহেতু দিয়েই ফেলেছো, তাই আর মটর সাইকেল চক্কর দিতে হবে না। :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    নাহ; প্রথম পোষ্টেই দেখি এক্কারে উড়ায় ফেলাইলা। :khekz: :khekz: :pira: নাও এক কাপ :teacup: খেয়ে তাড়াতাড়ি পরের পোষ্ট দাওওও। :hatsoff:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. আশহাব (২০০২-০৮)

    সেই রকম মিজা পাইলাম :pira: :pira:

    বুঝতেছি ব্লগে ‘০৮ ব্যাচের জয়গান শুরু হয়ে গেছে!!

    B-) :thumbup:
    একে একে সবাই ব্লগ লিখলো, কিন্তু আমার আর লিখা হইলো না 🙁 যাই হোক, পড়ার মজাও কম না ~x(


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  8. জিনাত (২০০২-২০০৮)

    অর্পস্ তোর উত্‍সাহেই লেখা দিলাম,আর লেখা দেয়ার পর এত উত্‍সাহ পাইলাম যে আবেগে ইমোশনাল হইয়া গেলাম.. তরে আসলে যতটা খারাপ কৈতাম,ততটা খারাপ তুই না

    জবাব দিন
  9. আছিব (২০০০-২০০৬)

    :-B আচ্ছা,এই নার্ভাস নাইন্টিতে আমি একটা চেইন বানাই,মাইক্রো একটা পোস্ট দেইঃ

    এক্সামিনী টাইমে আমরা একদিন হাউস গার্ডেনে হা-ডু-ডু খেলতেছিলাম, :dreamy: পুরা কলেজ তখন একাডেমীতে।তো আমাদের মহান ভাবুক 'হ' এর বীরত্ব ও অ্যাথলেটিজম দেখানোর খায়েশ জাগল।সে করল কি,দোতলার ব্যালকনিতে গিয়ে '''হা-ডু-ডূ-ডূ........."" করতে করতে ব্যালকনি থেকে আমাদের মধ্যে লাফ দিতে চাইল।লাফ সে দিল ঠিকই,কিন্তু আমাদের কাছাকাছি পড়ল না,পড়ল পাকা জায়গায়,এবং তার শেষ দম নেয়া ছিল অনেকটা এইরকম,"ডু-ডূ-ডূঊঊঊঊঊঈঈঈঈঈ-ডাআআ-আম্মাআআআআআআ"....... :khekz: .
    এরপর ওইখান থেকে উঠেই সোজা হাসপাতাল.......... 😕
    অ্যাথলেটীজম দেখাইতে গিয়ে আর একটু হলে অটিজম হয়ে যাইত বেচারার........ :grr:

    জবাব দিন
  10. অরপিয়া (২০০২-২০০৮)

    ৩ নাম্বারটা দেইখা আমার একটা কাহিনি মনে পড়লো।গার্ডেনের ফুলের বেডে কাজ করার জন্য হাউস মাস্টার স্যার একজন ক্লাস ইলেভেন এর আপাকে ডাকার জন্য এক জুনিয়রকে হাউসে পাঠাইসে।জুনিয়র ডর্মে গিয়ে ডাকতেছে আপা স্যার আপনাকে বেডে ডাকে 😕 😕

    জবাব দিন
  11. আশহাব (২০০২-০৮)
    ছোট ভাই,তুমি সাগর পারে বইসা প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে খালি পড়তেই থাকো

    আছিব ভাই, অইটা জেলীফিশের সামনে বইসা আছি, চিন্তা কইরেন না, ছোটো ভাইরে চিকনে মারার প্রতিশোধ আমি নিবো :grr: :gulti:
    অফটপিক: ভাই পিন্টুডা আবার কেডা??? :khekz: :khekz: :khekz: =))


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  12. আছিব (২০০০-২০০৬)

    :grr: আর মাত্র ২ রান দরকার ডাবল সেঞ্চুরির জন্য :guitar:
    পরের বল>>ডিপ মিড অনের তুলে মারলেন ব্যাটসম্যান,ফিল্ডার বলের পিছে ছুটছে,ব্যাটসম্যান ১ রান নিয়ে আবার ব্যাটিং ক্রিজের দিকে দৌড় দিলেন.............. 😀

    জবাব দিন
  13. আছিব (২০০০-২০০৬)

    .......... 😕 .এবং ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠালেন উইকেট কিপারের হাতে... 😡 ...রান আউট হবার সম্ভাবনা..... :no: .....কিন্তু না ব্যাটসম্যান নিরাপদেই ক্রিজে পৌছলেন.. O:-) .।এবং ডাবল সেঞ্চুরিইইইইইইইইইইইইইইই........................ :thumbup: .. :goragori:

    পেরথম ব্লগেই ডাবল সেঞ্চুরি পিডায় দিছে জিনাত :party:
    তা ধিন ধিন ধিনাত :guitar:
    মোটর সাইকেল চক্কর লাগাও বইন্ডি :guitar:

    জবাব দিন
  14. শাহরিন (২০০২-২০০৮)

    ম্যাডাম এর আরেকটা কথা মনে পড়ল,
    cadets,why u look at me?look at ur book 😮
    cadet u r here,ur book is house?
    আহারে উনার ইংলিশ নিয়ে পুরা ১টা ব্লগ লিখা যাবে
    ,আর শামা রে কত অ্যাপ্লিকেশন যে তরে দিয়ে উনারে পাঠাইসি।আমার ক্লাশ ১২ উনি বরবাদ করে দিছিল, :bash: :bash:
    শামা চ্রম হইসে,ওয়েল ডান বস :hatsoff:

    জবাব দিন
  15. দেয়া (২০০২-২০০৮)

    শামা,অনেক দিন পর ব্লগে এসে তর লিখা পরলাম।থাঙ্কস দোস্ত কলেজের কথা মনে করে দেয়ার জন্য।আর ১ নম্বর দেখে আরেক্তা কথা মনে পরে গেলো "ঘোড়ার দিমের সিনিয়ার হইছো,তার আবার পাঙ্খা গজাইসে, সেই পাঙ্খা দিয়ে উড়ে বেড়াও না??"
    আরও লিখা দিস শামা।০৮ ব্যাচ জিন্দাবাদ।

    জবাব দিন

মওন্তব্য করুন : আঁধার

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।