“স্টাফ লাউন্জ” এর শুভ উদ্ভোধন!!

কমেন্টে কমেন্টে তো অনেক কথা হইলো। এইবার আসেন একটু স্টাফ লাউন্জে গিয়া গ্যাজাই। ক্যামনে?

আপনি লগইন করার পর পরই সাইডবারে স্টাফ লাউন্জে যাবার অপশন পাবেন। তবে একটু রয়েসয়ে। এত তাড়াহুড়ার কিছু নেই। স্টাফ লাউন্জে প্রবেশের আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নিজের সিসিবি লগইন আইডি কিংবা ডিসপ্লে নেম ব্যবহার করুন। এর অন্যথা হলে কিক আউট হবার উজ্জ্বল সম্ভাবনা। তখন কিন্তু ব্লগ এডজুট্যান্ট এর দোষ দিতে পারবেন না।

তো দেরি কিসের ? চলেন গ্যাজাই….

বি:দ্র: সি সি বি স্টাফ লাউন্জ পরীক্ষামুলকভাবে শুরু করা হলো। কোন রকম সমস্যা চোখে না পড়লে চলতে থাকবে।

কৃতজ্ঞতা: চ্যাটরুম টা হোস্ট করা হচ্ছে রবিন (প্রিন্স) ভাইয়ের সার্ভারে। রবিন ভাই, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদইনফিনিটি :boss:

১,৭৫৭ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : ““স্টাফ লাউন্জ” এর শুভ উদ্ভোধন!!”

  1. আহ্সান (৮৮-৯৪)

    হুমমমম...।।
    ভালো উদ্যোগ...।
    লাউঞ্জে গেলাম...। কাউরে পাই নাই...। একলা আর কতক্ষন থাকা যায়?
    বাট আইডিয়াটা মনে ধরছে...।
    সংশ্লিষ্টদের কে অসংখ্য ধন্যবাদ।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    স্টাফ লাউঞ্জকে আমরা বলতাম গীবতখানা।কোন ক্যাডেট কি খারাপ কাজ করত,কার কি দোষ সব এইখানে আলোচনা হত বলে জায়গাটা আমরা বিশেষ পছন্দ করতাম না।"কমন রুম" নাম টা খারাপ না।স্টাফ লাউঞ্জ শুনলে সেই পুরানো তিক্ত স্মৃতি মনে পড়ে যায়। 🙁

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)

    অহেতুক ঘোরাঘুরি কইরা ক্লান্ত হইয়া গেলাম । যখনি আসি দেখি ফাকা পইরা আছে । অথচ অন লাইনে থাকে অনেকেই । বিশেষ কইরা বাবা জিহাদ তরেই তো দেখা যায় না । এর মানে কি ??????
    :bash:

    জবাব দিন
  4. শাওন (৯৫-০১)

    আমিতো স্টাফ লাউন্জে যাবার অপশন ই পাচ্ছিনা.... 🙁


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।