হেই জ্যুড!, তোমার এপিটাফে দ্যাখো Ode to Joy!

সো ফ্রেন্ডস, কালকে যেমনটি বলেছিলাম, আমার মাথার উপর পাহাড়সম কাজ উঠে বসে আছে। সেই ব্যাটা আজকেও বসে আছে আগের মত পা ঝুলিয়ে। আর আজকেও তাকে ঘাড় ধরে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখলাম। তবে আজকে আর ব্লগ লিখার বেদনা না, রেকর্ডানোর বেদনা উঠেছে। ভুলেভালে তিনটি গান হারমোনিকা বাজিয়ে রেকর্ড করে ফেললাম। ১০০তম পোস্ট হোক ভুলেভালে ভরা গান ডেডিকেট করে। To err is Human. মানুষ মাত্রই মরণশীল।

Ode to Joy :

Hey Jude

এপিটাফ – অর্থহীন

সাথে পুরনো একটা ফ্রী।

(ব্যাট উঁচানোর ইমো। ব্যাকগ্রাউন্ডে তুমুল হাততালি)

৩,২৫৪ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “হেই জ্যুড!, তোমার এপিটাফে দ্যাখো Ode to Joy!”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    তোমার বাড়িঘর একটু ইনভেইড করে এলাম, জিহাদ। আট বছরে তুমি একশো ব্লগ লিখেছো। অর্থাৎ বছরে ১২.৫ টি ব্লগ। প্রতি মাসে গড়ে একখানা ব্লগ লেখার জন্য চারটে ফ্রন্টরোল লাগাও দেখি :frontroll:

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    হেই জুড আমারে যে যেভাবে শুনতে দেয় আমার সেভাবেই ভাল লাগে। মধু ছিল জিহাদ। হাতটা পুরোপুরো পাকায় ফালাও। এরপরে সারিন্দা নিয়া বসবো তোমার সাথে! 😛


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  3. অরূপ (৮১-৮৭)

    :hatsoff: :hatsoff: :hatsoff:

    এইটা ইংরেজীতেই দিলাম ...
    Some legends are told
    Some turn to dust or to gold
    But you will remember me
    Remember me for centuries
    And just one mistake
    Is all it will take
    We'll go down in history
    Remember me for centuries

    https://www.youtube.com/watch?v=dZEnQogAd8U


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  4. ইশহাদ (১৯৯৯-২০০৫)

    আপাতত ভার্চুয়ালি খাড়ায়া সম্মান জানাইলাম, শুইনা লিটারেলি খাড়ায়া সম্মান জানামুনে :hatsoff:



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।