ইয়েস্টারডে ওয়ান্স মোর.. এগেইন

কয়েকদিন আগে সাবিনা আপার দেয়া ব্লগটা, যার নাম ছিলো ইয়েস্টারডে ওয়ান্স মোর, সেটা দেখে মাথার মধ্যে ঘুণপোকার মত গানটা ঢুকে গেল। কিছুতেই বের করতে পারতেসিলাম না। ইউটিউবের ট্যাব বন্ধ করলেও মাথার ভিতর থেকে আর বন্ধ হয়না। শেষমেষ বিরক্ত হয়ে ঠিক করলাম, যাচ্ছেইনা যখন কাজেই ব্যটাকে হারমোনিকাতে পাচার করা যায় কীনা দেখি। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমার এই আনাড়ি বাজানো। নূপুর দা, সাবিনা আপার মত লেভেলের শিল্পী/বাজিয়েদের পাশাপাশি একটা অডিও ব্লগ প্রচেষ্টা নিলাম সেটাই আমার জন্য বিশাল ব্যাপার। আর ব্লগটা যেহেতু এখনো পর্যন্ত যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা, সেই ভরসাতেই পোস্ট করলাম। ভালো মন্দ পরের ব্যাপার, কবি বলেছেন : শেয়ারিং ইজ কেয়ারিং।

১,৮৮৪ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ইয়েস্টারডে ওয়ান্স মোর.. এগেইন”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    সেইদিন না মাত্র বাজানো শেখা শুরু করলে, ভালই তো বাজালে :thumbup:

    অফটপিকঃ এই সুর শুনলেই আমার ছোটবেলায় বিটিভিতে দেখা এই বিজ্ঞাপনের কথা মনে পড়ে 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    প্রথমে শিরোনামটা দেখে থমকে গিয়ে ভাবলাম সাবিনা আপার কাহিনীর পরের পর্ব হয়তো তোমার কণ্ঠে শুনছি।
    তারপর ভড়কে গেলাম আমার নামটি দেখে। হা হা
    খুব খুব ভালো লাগলো জিহাদ।
    একসময় হারমোনিকা শেখার খুব শখ ছিল (এখনো আছে আসলে) -- সা রে গা মা বাজাতে পেরেছিলাম। কিন্তু ধৈর্যে আর কুলায়নি।
    আশা করি আরো শুনতে পাবো তোমার বাজনা।
    একসময় আমরা ভালো কিছু গান পেয়েছিলাম -- সম্ভবত আয়েশার গলায়। মিস করি সেসব দিন।

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।