অভিজিৎ

এ সমাজে ঠাঁই নেই
নানা মত, যুক্তির
অভিজিৎ তবু পথ
খুঁজেছিলো মুক্তির।

চেয়েছিলো বাঙালিকে
জোর করে জাগাতে
প্রতিদান পেল তার
চাপাতির আঘাতে।

ঘুম তবু ভাঙেনাকো
প্রজা কিবা রাজাদের
অভিজিৎ পিছু নিলো
হুমায়ুন আজাদের।

লালনের দেশে আরো
গাঢ় হলো রাত্রি
আলো হাতে চলে গেল
আধারের যাত্রী।

১০ টি মন্তব্য : “অভিজিৎ”

মওন্তব্য করুন : নাফিস (২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।