পাঁচটা মিষ্টি প্রেমাণুকাব্য (একটু বেশি মিষ্টি )

১।
লোডশেডিং এর অন্ধকারে
পাশের বাসার খন্দকারে
একলা ছাদে, নির্বিবাদে
শেখায় প্রেমের ছন্দ কারে?!

২।
পৌরুষ নারীরে কহে উচ্চ করি শির
লিখে রেখো কত ফোঁটা দিলেম শিশির!

৩।
ইচ্ছে ছিলো তীব্র, তবু রহিম কিছু পায়নি যে
পর্দাখানা ভেজিয়ে তাকে কেউই চুমু খায়নি যে!
দৃষ্টিক্ষুধা মিটিয়ে গেছে ইন্ডিয়ান আর চাইনিজে
বিয়ে করে রহিম এবার নায়ক হতে চায় নিজে!

৪।
নতুন কাপল মজলো ভীষণ ভালোবাসার কসরৎ এ
শেষ সবই, তাও রেশ থেকে যায় পরিধাণের বস্ত্র তে!

৫।
বরটা তাহার মালিকানা
করলে স্থাপন দাগ করে
বৌটা কপট রাগ করে!

১,৪০২ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “পাঁচটা মিষ্টি প্রেমাণুকাব্য (একটু বেশি মিষ্টি )”

  1. সামিউল(২০০৪-১০)

    সবগুলোই চরম ভাই......

    কিন্তু এইটা কী ছিল?? 😛 😛

    পৌরুষ নারীরে কহে উচ্চ করি শির
    লিখে রেখো কত ফোঁটা দিলেম শিশির!


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)
    পৌরুষ নারীরে কহে উচ্চ করি শির
    লিখে রেখো কত ফোঁটা দিলেম শিশির!

    :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: দ্য ওয়ে উই থিংক উই ডু ইট!

    চমচম টাইপের মিষ্টি সহ্য হইতাসেনা। আমার কাঁচা ছানা ভালু লাগে!


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    দুষ্টু কবি জিহাদ

    পৌরুষ নারীরে কহে উচ্চ করি শির
    লিখে রেখো কত ফোঁটা দিলেম শিশির!


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।