সেই আট-ই ফাগুনে

কত কথা ব্যাকুলতা
আমাদের ভাষাতে
কত জনে দিলো প্রাণ
বাংলার আশাতে।

বরকত, শফিউর
সালাম আর জব্বার
রাজপথে ঢেলে দিল
তাজা লাল সব্বার।

তার বিনিময়ে হলো
সূর্যটা কিনা রে
আজো সেটা ঝুলে আছে
শহীদের মিনারে।

তাই দেখো বাংলাতে
করি আজো চিৎকার
হারিয়েছি বহু কিছু
তবু দেখো জিত কার

বাংলাতে গাই গান,
ডাকি বাবা ও মাকে
ছোট ভাই, বোনটারে,
ভালোবাসি তোমাকে।

তবু কেন চেয়ে দেখি
আমাদেরই কেউ আজ
কথা বলে হিন্দিতে,
কেউ মহা ইংরাজ।

এ তো স্রেফ লাথি মারা
বাংলার শিনা তে
ক্ষমা নয় তার প্রতি
কথা হবে ঘৃণাতে।

বাংলিশে কথা বলো
সারাক্ষণ যদি, কার
সাহসেতে দেশে আছো
কই পেলে অধিকার?

একদিন ঠিকই তুমি
জ্বলবে সে আগুনে
যে আগুন জ্বলেছিল
সেই আট-ই ফাগুনে।

কৃতজ্ঞতা স্বীকার : এই ছড়ার অর্ধেক কৃতিত্ব স্লামডগ চায়েওয়ালা রকিব মিয়ার। আজকে ওর পোস্টটা পড়েই থিমটা ঘুরতেসিল। আর বাকি অর্ধেক এর চেয়ে একটু কম কৃতিত্ব স্যাম ঝ্যাংয়ের। মেসেঞ্জারে কথা বলার সময় ও ই আমারে আজকে একটা কিছু লেখার জন্য উস্কায়া দিল। আর যেই যৎসামান্য বাকি থাকলো সেই টুকুর কপিরাইট আমার। হাজার হইলেও কষ্ট কৈরা টাইপ করসি :grr:

৪০ টি মন্তব্য : “সেই আট-ই ফাগুনে”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ফাগুনের আগুনে সব বিজাতীয় সংস্কৃতি পুড়ে ছার-খার হয়ে যাক... 😡

    জিহাদ, তুই হইলি সিসিবির...যারে বলে 'গর্ব'...জাত কবি... :clap: :clap: :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    ভাই আঠারোই ফাগুনের মর্ম ঠিক অনুধাবন করতে পারলাম না। ২১শে ফেব্রুয়ারি তো ৮ই ফাগুন আমি জানি। কবিতার ছন্দ মেলাতে কি?

    ছড়া বা কবিতা( আমি কবিতাই বলবো) টা খুব ভালো লাগলো।
    শুভকামনা জিহাদ।

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)
    তাই দেখো বাংলাতে
    করি আজো চিৎকার
    হারিয়েছি বহু কিছু
    তবু দেখো জিত কার
    একদিন ঠিকই তুমি
    জ্বলবে সে আগুনে
    জ্বলেছিল যেটা সেই
    আঠারোই ফাগুনে।

    দারুন জিহাদ, দারুন!
    আমরা তোমাকে নিয়ে গর্ব করি। :boss: :boss:

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    নিঃসন্দেহে তোরে ছন্দের যাদুকর বলা যায়।
    এক ফোটা পরিমান ছন্দ পতনও নাই পুরা কবিতায়।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. আদনান (১৯৯৭-২০০৩)
    স্লামডগ চায়েওয়ালা রকিব মিয়ার।

    আচ্ছা আমি না এখোনো জানিনা রকিব কিভাবে চা ওয়ালা হল?? কেউ একজন আন্সার দিবে প্লীজ? (শুড আই গো টু দি সিক রিপোর্ট 😛 )

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)
    এই ছড়ার অর্ধেক কৃতিত্ব স্লামডগ চায়েওয়ালা রকিব মিয়ার। আজকে ওর পোস্টটা পড়েই থিমটা ঘুরতেসিল।

    😮 😮
    যাক এতদিনে তাইলে একটা কাজের মত কাজ করছি, ছন্দের জাদুকরকে ফিরিয়ে এনেছি 😀 😀

    জিহাদ ভাই, জুনা ভাইয়ের মতো বলতে ইচ্ছে করছে আপনি একটা জিনিয়াস (মালের মানে তো ঐটাই, নাকী :-/ :-/ )
    :salute:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    ছোট ছোট ঢেউ এ চমৎকার হয়েছে ভাবনাটুকু।
    :clap:

    জিহাদ তোমাকে অনেক অভিনন্দন। আর যাদের প্রেরণায় এত সুন্দর লেখা পেলাম- তাদেরকেও ধন্যবাদ।

    শুভেচ্ছা নিও/


    সৈয়দ সাফী

    জবাব দিন
  8. সামিয়া (৯৯-০৫)

    ওহ নোহ, টেল্ড ইয়ু, বাট আগেইন টেলিং, জাস্ট আমেজিং :thumbup:

    অফটপিকঃ ছোট ভাই ফেইসবুক নিয়া বসে আছে, আব্বু বিরক্ত হয়ে বলছে ঐ language martyr লিখে গুগল এ সার্চ দাও, কি পাও আমাকে জানাও। সে বলে, এইটার উপর সেইদিনই আমি একটা এসাইনমেন্ট করসি, আমি জানি। আব্বু বলল, তাইলে ekushe bookfair 2009 দিয়ে সার্চ দাও, কি পাবা বল আমাকে। ছোট ভাই ততোধিক বিরক্ত হয়ে পিসি ছেড়ে উঠে গেল।
    আমি বললাম, আব্বু পাঁচ জন ভাষা শহীদের নাম বলোত।
    আব্বু বলে, রফিক,সালাম, বরকত, অ্যাঁ অ্যাঁ...বরকত রফিক সালাম জব্বর অ্যাঁ...অ্যাঁ...আর নাই তো।
    আমি দাঁত বের করে বললাম, আব্বু, গুগলে language martyr লিখে সার্চ দাও। 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : শার্লী (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।