টাইমপাস নাম্বার -৪

টিকাটুলি টাকা ছাড়া যায়না তো টেকা যে
ট্যাকে টাকা থাকা লাগে একাজে ও সে কাজে
টিকটিক করে টিকটিকি ডাকে ঢাকাতে
টকটকে চোখ তুলে যেওনাকো তাকাতে
টেকো কাকা একা খেলা দেখে বিনা টিকেটে
টুকে টুকে ব্যাটসম্যান রান করে ক্রিকেটে
বাঁকা টীকা টিপ্পনী কাটে দেখো কে কারে
ঠেকে ঠেকে টাকা চেখে টিকে থাকে বেকারে
এতটুকু খুকুটার নাকখানা টিকালো
টুকটুকে ঠোঁটে তার তিল দেখো কী কালো!
টুকিটাকি বাকি রাখে কাকীমা’টা দোকানে
টেকনাফে টেকা দায়, যেওনাকো ওখানে
“ট” “ক” য়ের টক্করে চলে লিখালিখি টা
সেটা পড়ে কাটা গেল পাঠকের টিকি টা!

১,৩৪৫ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “টাইমপাস নাম্বার -৪”

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।