পড়; ছোট থেকে বড়


লিটনের কেয়ারে
আছে ভালো কেয়া রে !


দেখো দেখি কত বড় ন্যাকা সে
দু’ দু’খানা প্রেম করে
তবু বলে- একা সে!

৩.
তোমার ঘায়ে
হৃদয় নেই আর ক্ষত ছাড়া
সেই তুমিই দেখলে বলো
“হতচ্ছাড়া” !

৪.
লোডশেডিং এর অন্ধকারে
পাশের বাসার খন্দকারে
একলা ছাদে, নির্বিবাদে
শেখায় প্রেমের ছন্দ কারে?

৫.
বল ব্যাটা উইকি পিডিয়া
বল দেখি খাস তুই কি দিয়া
গরু,খাসি, নাকি শুধু মাছ কি?
মলা, ঢেলা, নাকি শুধু কাঁচকি?

নাকি শুধু ভাত খাস ঘি দিয়া
বল ব্যাটা উইকি পিডিয়া!

তাত্তারি বলে ফ্যাল খাস কি
য়্যুনিকোড, নাকি শুধু আসকি?
নাকি শুধু মাল্টি মিডিয়া?
বল ব্যাটা উইকি পিডিয়া!

১,৭৫৫ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “পড়; ছোট থেকে বড়”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    বরাবরের মতই ভাল লেগেছে :thumbup:

    লোডশেডিং এর অন্ধকারে
    পাশের বাসার খন্দকারে
    একলা ছাদে, নির্বিবাদে
    শেখায় প্রেমের ছন্দ কারে?

    এইটুকু আমি নিশ্চয়ই কোথাও পড়েছি।রস আলো না কোথায় মনে করতে পারছিনা :dreamy:

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।