সিসিবি গেট টুগেদার: জুন ১১, রোজ শুক্রবার

রায়হান আবীরের পোস্ট থেকে ইতোমধ্যেই সবাই জেনে গেছেন ১১ তারিখে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচের কথা। কিন্তু যে ব্যাপারটি এখনো অনেকে ঠিক বুঝে উঠতে পারেননি সেটা হচ্ছে ফুটবল না খেললেও এদিন অংশ নেয়া যাবে কী না। শুনসিলাম রায়হান আবীর বাংলায় নাকি এ+ পাওয়া পালোয়ান। কিন্তু শেষ পোস্টে মনের ভাব প্রকাশে সে প্রায় পুরোপুরি ব্যর্থ সেটা বুঝার জন্য পাঞ্জেরী গাইড লাগেনা।

সোজা বাংলায়- এইটা একটা গেট টুগেদার । ফুটবল খেলাটা গেটটুগেদার এর অংশ। কাজেই সিসিবির নিয়মিত সদস্যদের যে কেউ গেটটুগেদার এ আসতে পারবেন। খানাদানার মালিক উপ্রে আল্লাহ, নিচে লাবলু ভাই। কাজেই, টেনশন নিয়েন না ভাইয়েরা।

৯তারিখ রাত বারোটার আগেই দয়া করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন।

গেটটুগেদার এর সময়সূচী অনেকটা এরকম:

৯ টা থেকে সাড়ে নয়টা – এই সময়ের মধ্যে সবাই মিরপুর সাড়ে এগারো বাসস্ট্যান্ডে উপস্থিত থাকবেন। সবাই উপস্থিত হওয়ার পর সুবেশী ট্যুর গাইডের দিক নির্দেশনায় আপনারা মিরপুরের প্রাকৃতিক সৌন্দর্য্য রিকশায় চড়ে দেখতে দেখতে একসময় লাবলু ভাইয়ের বাসায় পৌঁছে যাবেন। রিকশা ভাড়া পনেরো টাকা। এবং ভাড়ার টাকাটা লাবলু ভাই দিবেন না।

সকাল দশটা – খেলা শুরু হওয়ার সম্ভাব্য সময়। যারা খেলবেন না তারা খেলা দেখে দোজাহানের অশেষ নেকি হাসিল করতে পারেন অথবা আমাদের সদ্য ভাড়া নেয়া ফ্ল্যাটে বসে আড্ডাবাজি করতে পারেন।

দুপুর দেড়টা থেকে দুইটা – খাওয়া দাওয়া । জুম্মার নামাযের সময়ের সাথে সামঞ্জস্য রেখে খাওয়ার সময়টি একটু এদিক ওদিক হতে পারে।
অত:পর – আড্ডা আনলিমিটেড।

এখন পর্যন্ত যারা উপস্থিতি নিশ্চিত করেছেন:

১। আন্দালিব ভাই,
২।আজাদ ভাই,
৩। আমি,
৪ এবং ৫। রায়হান আবীর + সামিয়া হোসেন
৬। তানভীর ভাই,
৭।মান্না ভাই,
৮।কামরুল ভাই,
৯।কাইয়ুম ভাই,
১০।শোয়েব ভাই,
১১। রবিন ভাই,
১২।সামীউর ভাই,
১৩।মাসরুফ ভাই,
১৪। শার্লী,
১৫। আমিন ভাই,
১৬। রেজওয়ান,
১৭।হাসান ভাই,
১৮। আবদুল্লাহ ভাই

ব্লগের আদিম বাসিন্দা অনেকের কাছ থেকেই এখনো হ্যা / না কিছু সাড়া পাওয়া যায়নি। রেশাদ ভাই, হোয়াটস আপ? জুনা ভাই, আপনে কই? ফয়েজ ভাই, এহসান ভাই অলরেডি আসতে পারবেন না জানিয়েছেন। তাইফুর ভাইয়ের কাছ থেকেও কোন সাড়া নাই এখনো। এবং বাকি সব ভাইয়েরা , তাড়াতাড়ি আওয়াজ দেন। দলে দলে যোগ দিয়ে গেটটুগেদার সাফল্যমন্ডিত করুন।

(গেটটুগেদার এর স্থানের ম্যাপ শিগগিরই সংযুক্ত করে দেয়া হবে। আর যে কোন সময়ে যোগাযোগ করত পারেন : 01670414782 এই নাম্বারে)

৫৩ টি মন্তব্য : “সিসিবি গেট টুগেদার: জুন ১১, রোজ শুক্রবার”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুক্রবারের গেট-টুগেদারের জায়গার ম্যাপ।

    মিরপুর ১২ নম্বর সড়কে পল্লবী বা সাড়ে ১১ নম্বর নামক বাসস্ট্যান্ড আছে একটা। সেখানে পুলিশ ফাঁড়ি ও ফু-ওয়াং দোকানকে বায়ে রেখে যে রাস্তাটা গেছে সেটা ধরে নাক বরাবর শেষ মাথায় গিয়ে প্যারেড বায়ে ঘুরবে। একটু গিয়েই এবারে ডানে ডাবল মার্চ। সোজা রাস্তা নিয়ে যাবে পল্লবী-২ প্রকল্পে। পাকা রাস্তা শেষে একটা নির্মানাধীন কালভার্ট পাওয়া যাবে। এটা অতিক্রম করলেই ইটের সোলিং-এর রাস্তায় সামান্য এগিয়ে চৌরাস্তা পড়বে। চৌরাস্তা থেকে ডানে এগুবে প্যারেড। এরপর যেতে যেতে হাতের বায়ে তিন নম্বর গলিটি পড়বে। এর মাথায় হোলসিমের একটা সাইনবোর্ড দেখা যাবে। এই তিন নম্বর গলি দিয়ে ঢুকলে হাতের বায়ে প্রথম চারতলা বাড়ি। এখানেই প্যারেড থামবে। এটাই আপনার গন্তব্য। এবার আমাদের প্রিয় এডি ও ইউনিও'র চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ুন। ওদের চিৎকারে ভয় পাবেন না। এরা নিজেদের ঘরে তালাবদ্ধ থেকেই অতিথিদের হুঙ্কার দিয়ে স্বাগত জানায়!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      আসতে পারবানা কেন। সিসিবি সদস্যদের জন্যই তো গেট টুগেদার।

      আর তোমার নাম বাংলায় করে দাও। বাকি সব ইনফরমেশনও। অবস্থান সময়কালে শুধু একটা সাল দেয়া কেন? বাকিরা কিভাবে দিসে সেইটা দেখো, সেইভাবে দাও।


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    উপস্থিত (রায়হানের পোস্টে সবার আগে আওয়াজ দিছিলাম)


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. রেশাদ (৮৯-৯৫)

    "সুবেশী ট্যুর গাইডের দিক নির্দেশনায় আপনারা মিরপুরের প্রাকৃতিক সৌন্দর্য্য রিকশায় চড়ে দেখতে দেখতে ..." সুবেশীনী হইলে আরো ভালো হইতো।
    আমি খাওয়ার আগে হাজির থাকবো। 🙂

    জবাব দিন
  4. সাব্বির (৯৫-০১)

    আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে ১১ তারিখ ঠাডা সহ বৃষ্টি হবে, মিরপুর এলাকায় বণ্যা হবার আশংকা করা হচ্ছে। তাই G2G বাদ দিলে ভাল হয় :-B
    G2G রে মাইনাস :thumbdown: :thumbdown:

    জবাব দিন
  5. শাওন (৯৫-০১)

    ইয়ে মানে যেখানে খাওয়া, সেখানেতো আমি এমনিতেই আছি.. 😀 ....আমি আসছি ভাইজ়ানেরা.....ইনশাল্লাহ


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  6. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    শুনসিলাম রায়হান আবীর বাংলায় নাকি এ+ পাওয়া পালোয়ান। কিন্তু শেষ পোস্টে মনের ভাব প্রকাশে সে প্রায় পুরোপুরি ব্যর্থ সেটা বুঝার জন্য পাঞ্জেরী গাইড লাগেনা।
    কাজেই, টেনশন নিয়েন না ভাইয়েরা

    তুমি বাংলায় কোন পালোয়ান তা জানিনা।তবে, তোমার লেখা নিয়েও কুনু কুনু বোন ডাউটে পইড়া যাইতে পারে।ভাইয়েরা টেনশন নিবেনা।বাট বোনেরা কি করবে সেইটা পরিস্কার না। :khekz: :goragori: :khekz:

    জবাব দিন
  7. আমিন (১৯৯৬-২০০২)

    ইয়ে মানে আওয়াজ দিছিলাম আগে। কিন্তু বৈবাহিক সূত্রে পাওয়া দাওয়াতের মারপ্যাচে পইরা আসতে পারতেসি না। গেট টুগেদারের সবার জন্য শুভকামনা ।ঐদিন বিরাট বৃষ্টির পূর্বাভাস আছে

    জবাব দিন
  8. শওকত (৭৯-৮৫)

    তীব্র নিন্দা জানাইলাম। কাল বাজেট, আর শুক্রবার বাজেট পরবর্তী ম্যালা অনুষ্ঠান। আর লাবলু ভাই আপনে থাকবেন তো?
    তীব্র নিন্দা ও হতাশার কথা জানাইয়া গেলাম।

    জবাব দিন
  9. আহ্সান (৮৮-৯৪)

    জাস্ট এই মাত্র মাস্ফ্যু'র কাছে খবর পাইলাম...। বউডা অসুস্থ্য...মাগার তারপরেও রাজি হইছে যাইতে...। ইনশাল্লাহ কালকে স্ব-পরিবারে আসব..., তয় প্রিন্সিপ্যাল স্যারের অনুমতি নিয়া একটু দেরীতে আসতে চাইতেছি...।
    অতএব, জনাবের (প্রিন্সিপ্যাল স্যারের) নিকট সবিনয় নিবেদন এই যে, আমাকে লেট কামার হিসেবে নামাজের পরে যোগদানের অনুমতি দিয়ে বাধিত করবেন।

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।