টুকিটাকি ছন্দ, হবে কি পছন্দ ?

১.
ও পাড়ার নিতিশ এ
করে দুর্নীতি সে
পুছেনাকো কারো কথা
কারো ভয়-ভীতি সে
কিছুদিন থেমে শুরু
করে যথারীতি সে।

২.
দিলাম তোমায় মন দেহ
করছো তবু সন্দেহ ?

৩.
যার উপদেশে ভেসে গেল এই দেশটা
নাম তার হলো সরকারি উপদেষ্টা

৪.
পড়লে মনে তোমায় আজো
স্মৃতির ভীড়ে একলা লাগে
রৌদ্রজ্বলা আকাশ আমার
হঠাৎ ভীষণ মেঘলা লাগে।

৫.
তুমি Guiter কে বলো গুইটার
আমি বলি- ধূর! bitter লাইফ
তুমি বলো – উঁহু, sweeter!
ভালোবাসি আমি হাসনাহেনা
তুমি পিছু ধরো জুঁই টার
আমি করি ফেসবুক ব্যবহার
তুমি করো শুধু টুইটার!
জোটেনা আমার একখানা,আর
গার্লফ্রেন্ড তুমি দুইটার!

৩,৩৬১ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “টুকিটাকি ছন্দ, হবে কি পছন্দ ?”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    তোরে একদিন আচ্ছা কইরা পাঙ্গাইতে হবে... :grr:
    যখন বিখ্যাত হবি, তখন যাতে কইতে পারি-আচ্ছা, মাল্কবি? ওরে তো কত পাঙ্গাইছি! B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    তীব্র জোরালো জানাই আমার প্রতিবাদ
    মোটেও মাল্কবি নয় তরফদার জিহাদ!
    কাব্য প্রতিভায় আছে গুন স্বভাবজাত
    জীবন থেকে পেয়েছে সে অভিজ্ঞতা শত!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    পাঁচ নাম্বারটা হেভি
    মাস্ফুরে নিয়া, may be 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : আশহাব (২০০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।