সাদা কালো ভাবনার রঙ

ক্লান্ত চোখে একটু জমা শিশির
আর পুরোনো লক্ষ জোনাক তারা
ভাবছি বসে নতুন কারা এলো
আর হারালো আমায় ছেড়ে যারা।

যেই দিনটা সারা দুপুর জুড়ে
হাসলো ভীষণ রোদের ছায়ায় মিশে
একটু রাতের আড়াল পেয়েই দেখো
কাঁদলো অঝোর সব হারানোর বিষে।

ভাবছো তুমি খুব বোকা ও, তাই
অতীতটাকে ভাবছে আজো মিছে
অনেকটা পথ একলা হেঁটে এসেও
ডাকছে যাকে আসলো ফেলে পিছে।

সামনে কত ঘাস ফুলেদের মিছিল
বলবে তুমি ভুলবো সকল হারা
ভাবছি আমি ভাবছি মিছেই তাদের
ভাবনা ঝেড়ে ফিরবেনা আর যারা।

কিন্তু তুমি একটা কথা ভাবো
মেঘগুলো কি একটা দিনও শুকোয়?
ঝঝঝকে দিন যায়না মুছে, শুধু
রাত্রি ছায়ায় একটুকু মুখ লুকোয়।

যেই তারাটা পড়লো হঠাৎ খসে
ভাববে – ও তো গেছেই চলে দূরে
উহু! তুমি দেখছো না কোন স্মৃতি
জ্বলছে আমার একলা আকাশ জুড়ে?!

১,৬৪২ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “সাদা কালো ভাবনার রঙ”

  1. তাইফুর (৯২-৯৮)

    সুন্দর কবিতা ... চমৎকার ছন্দ ...
    জিহাদ, তুই কি কবি নাকি ??
    আমার তো মনে হইতেছে তুই কবি ...
    এহহে ... এইডা আমার আগেই সন্দেহ করা উচিৎ ছিল।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।