টাইমপাস নাম্বার – ৩

এই দুনিয়ায় কেউ কারো নয়
চলতে হবে একার
ক্যামনে সেটা বুঝবা মিয়া
নাই যদি হও বেকার?

নার্সারীতে সেই যে শুরু
দিন যত যায় পাল্টে গুরু
কত্ত জানা হইলো তবু
রইলো কত শেখার
এই বয়সে শিখছি যেমন
ব’য় এ কারে বেকার।

হায়রে কত ছিলাম সুখে
মাগনা খাবার জুটতো মুখে
ফ্রি ছিল ভাই বাপের হোটেল
টেনশনও নাই ট্যাকার
রুপকথা নয়, সত্যি ছিল
নই যখনও বেকার।

শাহরুখেরও পাকলো যে কেশ
সুখের কালও হইয়াছে শেষ
জীবন জালে পইড়া ধরা
ভুইলা গেছি কে কার
সব পরিচয় বিলীন , শুধু
জ্বী, আমি ভাই “বেকার”!

৪,৬৪১ বার দেখা হয়েছে

৫৬ টি মন্তব্য : “টাইমপাস নাম্বার – ৩”

  1. তৌফিক (৯৬-০২)

    চাকুরীজীবিদের জিগায়া দেখো, বলবে, বেকার জীবন কত সুখের ছিল। যতোদিন ফ্রি থাকতে পারো মিয়া, মৌজ কর। চাকুরীতে ঢুকা মানেই এমন জোয়াল কাঁধে নেওয়া যেটা ৬০ বছরের আগে ঘাড় থেকে নামবে না। 🙂

    জবাব দিন
  2. আন্দালিব (৯৬-০২)

    একটু আগে অফিস থিকা ফিরলাম। রাত বাজে সাড়ে নয়টা। এইটা বেকার থাকা অবস্থায় হইতো না। আবার বেকার না থাকলে এইরকম একটা কবিতাও লিখতে পারতা না। সুতরাং...! 😉

    জবাব দিন
  3. মইনুল (১৯৯২-১৯৯৮)

    নিজের কথা চিন্তা করলে বেকার থাকা খারাপ না ...... কিন্তু বাপ মা বা ভাই বোনদের কথা এবং প্রেমিকার কথা (ইফ অ্যাপ্লিকেবল ) চিন্তা করলে হালের বলদ গ্রুপে যোগ দিতেই হয় ... :(( :(( :(( :((

    জবাব দিন
  4. রহমান (৯২-৯৮)

    টাকায় আনে সকল নেশা, বাড়ি, গাড়ী আর নারী
    পুরুষ যদি বেকার হয়, নারী তবে বেকারী 😀

    হায়রে কত ছিলাম সুখে
    মাগনা খাবার জুটতো মুখে
    ফ্রি ছিল ভাই বাপের হোটেল
    টেনশনও নাই ট্যাকার
    রুপকথা নয়, সত্যি ছিল
    নই যখনও বেকার।

    সত্যি কথা :thumbup:

    জবাব দিন
  5. জিহাদ, তুমি তাড়াতাড়ি একটা ছড়ার বই পাবলিশ কর। একুশে বই মেলা তো আসতেসে সামনে। তোমার বই সুপারহিট হবে। অটগ্রাফ দিতে দিতে কুল পাবানা। বেকার থাকবা কেমনে?

    i mean it...u write awsome 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : আঁধার

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।