শুভ জন্মদিন!!!!

আহমদ ভাইয়ের লেট করার রোমান্টিক স্টোরি পড়ে অনেকেই নিশ্চয়ই ভেবেছেন আর যাই হোক এইরকম ভুল পুরো দুনিয়া করলেও আপনি করবেন না। কিন্তু কথা হচ্ছে আমরা যা ভাবি হয় তার উল্টা। বিশ্বাস হচ্ছেনা? যদি এখনি প্রমাণ করে দেই যে আপনিও আপনার প্রিয় মানুষটির কথা বেমালুম ভুলে গিয়ে বসে আছেন?

সুপ্রিয় সিসিবিবাসী, বলতেই হচ্ছে, আপনাদের দলে আমিও আছি। আপনাদের মত আমিও প্রিয়জনের বিশেষ উপলক্ষ্যের দিন ভুলে বসে আছি বেকুবের মত।

কারণ আজ সিসিবির তৃতীয় জন্মদিন!

টাইম লস না করে আসেন সবাই মিলে বলি: হ্যাপি বাড্ডে সিসিবি! (সময়: রাত বারোটা ;;; )

২,৬৯২ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “শুভ জন্মদিন!!!!”

  1. সামিয়া (৯৯-০৫)

    ~x( ~x(
    কারও মনে ছিলনা!! এইটা কেমনে হয়???
    ...ভাল থেকো সিসিবি...শুভ জন্মদিন...জানোই তো ক্যাডেটরা একটু ডজার টাইপ হয়, রাগ করো না প্লীজ, ভুইলা গেছিলাম সবটিতে মিলে 🙁

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    শুভ জন্মদিন সিসিবি :party: :party: :party: :party:

    (এতক্ষনে কারোরই মনে পড়ে নাই, এইটা একটা কাজ হইলো....মাস্ফু কই গেলি....তাড়াতাড়ি লুংই পিরা লংআপ হ :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    কথায় আছে প্রিয়জনের প্রতি ভালবাসা নাকি সামনা সামনি প্রকাশ করতে নেই-কিন্তু কথাটা এ মুহূর্তে মানতে ইচ্ছে করছেনা।সিসিবি আমার কাছে একটা ব্লগমাত্র নয়-আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।শুধু লেখাই নয়-একটা কমেন্ট মিস করলেও মনকে সান্তনা দিতে পারিনা-বার বার ফিরে আসি।

    জয়তু সিসিবি।

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    বড় হ, লক্ষ কোটি লেখক লেখিকার জনক হ, তিন প্রহরের বিলে পইড়া থাকা লোকজনের কাছে থেকে দূরে থাক, আর......আর......নাহ, মনে আসতেসে না...... :(( :(( :(( ইমোশনাল হইয়া গেলাম :(( :(( :((

    জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    শুভ জন্মদিন সিসিবি।
    শতেক ছাড়িয়ে সহস্র সন্তানের জনক-জননী হয়েছো। জন্ম-নিয়ন্ত্রন তোমার জন্য না। বৃক্ষের মতো ছায়া দিয়ে কখনো ক্লান্ত, কখনো দূরন্ত, কিম্বা অশান্ত অথবা মৌন ক্যাডেটদের দুদন্ডের শান্তি দিয়ে তুমি অবিচল স্থির। তুমিই আমাদের বনলতা সেন, তুমিই তিন প্রহরের বিল। তুমিই কেক তুমিই বিস্কিট। বেঁচে থেকো ততদিন যতদিন এ পৃথিবীতে অন্তর্জালেরা ছড়িয়ে থাকে জড়িয়ে ধরে প্রতিটি অক্ষাংশ - দ্রাঘিমাংশ।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
    • কামরুল হাসান (৯৪-০০)
      তুমিই আমাদের বনলতা সেন, তুমিই তিন প্রহরের বিল। তুমিই কেক তুমিই বিস্কিট।

      শান্তাপি, গ্রেট।
      মনটাই ভালো করে দিলেন।


      ---------------------------------------------------------------------------
      বালক জানে না তো কতোটা হেঁটে এলে
      ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

      জবাব দিন
      • টিটো রহমান (৯৪-০০)
        শতেক ছাড়িয়ে সহস্র সন্তানের জনক-জননী হয়েছো। জন্ম-নিয়ন্ত্রন তোমার জন্য না। বৃক্ষের মতো ছায়া দিয়ে কখনো ক্লান্ত, কখনো দূরন্ত, কিম্বা অশান্ত অথবা মৌন ক্যাডেটদের দুদন্ডের শান্তি দিয়ে তুমি অবিচল স্থির। তুমিই আমাদের বনলতা সেন, তুমিই তিন প্রহরের বিল। তুমিই কেক তুমিই বিস্কিট। বেঁচে থেকো ততদিন যতদিন এ পৃথিবীতে অন্তর্জালেরা ছড়িয়ে থাকে জড়িয়ে ধরে প্রতিটি অক্ষাংশ – দ্রাঘিমাংশ।

        :thumbup: :thumbup: :hatsoff: :salute: :hatsoff: :hatsoff: :salute: :hatsoff: :salute:


        আপনারে আমি খুঁজিয়া বেড়াই

        জবাব দিন
    • আহমদ (৮৮-৯৪)
      জন্ম-নিয়ন্ত্রন তোমার জন্য না। বৃক্ষের মতো ছায়া দিয়ে কখনো ক্লান্ত, কখনো দূরন্ত, কিম্বা অশান্ত অথবা মৌন ক্যাডেটদের দুদন্ডের শান্তি দিয়ে তুমি অবিচল স্থির। তুমিই আমাদের বনলতা সেন, তুমিই তিন প্রহরের বিল। তুমিই কেক তুমিই বিস্কিট। বেঁচে থেকো ততদিন যতদিন এ পৃথিবীতে অন্তর্জালেরা ছড়িয়ে থাকে জড়িয়ে ধরে প্রতিটি অক্ষাংশ – দ্রাঘিমাংশ।

      :just: :pira: :khekz:
      সেইসাথে :boss: :boss:


      চ্যারিটি বিগিনস এট হোম

      জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ব্যানারটা ব্যাপক হইছে... :thumbup:

    চার্লস ব্যানারম্যান ভাই রে বিশাল থ্যাংকু... :salute:
    কি বলেন কাইয়ূম ভাই??? ;))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. শার্লী (১৯৯৯-২০০৫)

    সিসিবি, তোমার সাথে আছি তাও প্রায় ১ বছরের উপর হয়ে গেলো। জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন আমি তোমার সাথে দেখা করতে পারি না এখন আর, তোমার সাথে কথা হয় না, তোমাকে চিঠিও লেখা হয় না অনেকদিন। কিন্তু জানো কি প্রতিদিনই তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে যাই। যতদিন যাচ্ছে তুমি আরও সুন্দর হচ্ছ। এতদিনের দুরত্বের পর আমাকে ভুলে যাও নি তো? অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা তোমাকে আজ। দেখতে দেখতে ৩ বছরের হয়ে গেছ। আরও হাজার বছর হোক তোমার বয়স, কাইয়ুম ভাইয়ের চেয়েও বড় হও।

    জবাব দিন
  8. রবিন (৯৪-০০/ককক)
    শুভ জন্মদিন সিসিবি।
    শতেক ছাড়িয়ে সহস্র সন্তানের জনক-জননী হয়েছো। জন্ম-নিয়ন্ত্রন তোমার জন্য না। বৃক্ষের মতো ছায়া দিয়ে কখনো ক্লান্ত, কখনো দূরন্ত, কিম্বা অশান্ত অথবা মৌন ক্যাডেটদের দুদন্ডের শান্তি দিয়ে তুমি অবিচল স্থির। তুমিই আমাদের বনলতা সেন, তুমিই তিন প্রহরের বিল। তুমিই কেক তুমিই বিস্কিট। বেঁচে থেকো ততদিন যতদিন এ পৃথিবীতে অন্তর্জালেরা ছড়িয়ে থাকে জড়িয়ে ধরে প্রতিটি অক্ষাংশ – দ্রাঘিমাংশ।

    :awesome: :awesome: :awesome: :goragori:

    জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)

    :party: শুভ জন্মদিন সিসিবি
    :-B সন্তানে হোস নাকো হিসিবি
    :no: এখানেই থেমে থাকলে চলবে না
    :dreamy: তিন প্রহরের বিলে যেতে বলবে না?


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  10. রকিব (০১-০৭)

    শুভ জন্মদিন সিসিবি। তোমার জন্মদিনে ব্লগের সবার জন্য আমার দোকানের চা-কফি-টোষ্ট বিস্কুট ফ্রি। আ লাভু সিসিবি। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  11. ব্যানারটা দেইখা ইমোশনাল হয়া গেলাম। :(( :(( :((
    চউখের সাম্নে সিসিবি কত্তো বড় হয়া গেল। :tuski: :tuski: :tuski:

    লেট কামার, তাই লেট কইরা হইলেও, হেপি বাড্ডে সিসিবি... :awesome: :awesome: :awesome:
    সিসিবি অমর হোক, সিসিবি জিন্দাবাদ। 😡 😡 😡

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।