হেল্প! হেল্প !!

এতো দেখি বড় মুশকিলে কথা
সংগে জুড়েছে চিন্তা
মেল খুলে দেখি লাভ ইউ বলেছে
বম্বের প্রীতি জিনতা। 😉

ওদিকে আবার অনুরোধ নামা
পড়ে আছে গোটা বিশটে
ওরা নাকি সব ঠাই পেতে চায়
ফেসবুকে ফ্রেন্ডস লিস্টে। B-)

আমিতো পড়েছি ভীষণ বিপদে
কোনটাকে ছেড়ে কোনটা
দিয়ে দেব মোস্ট ভ্যালুয়েবলের
ভালোবাসা ভরা মনটা। ~x(

যদি ভেবে নেন এখানেই শেষ
কিন্তু আসলে শেষ না
আরো গোটা চার নায়িকা আমার
ঝুলে রয়েছে, বেশ, না? ;;)

পাড়া প্রতিবেশী কুলসুম বিবি,
আবারো বলেছে বন্যা
শাহেদের বোন সুমিও, রয়েছে
হাজী সাহেবের কন্যা। :awesome:

আমিতো আবার ভীষণ দয়ালু
আসলেই আহা! ভান না
কিছুতেই মন সইতে পারেনা
বিডি ললনার কান্না। :no:

চিন্তা করেছি সবার দিকেই
একটু তাকিয়ে হাসতে
সময় সুযোগ করে নিয়ে সব
গুলোকেই ভালবাসতে। O:-)

কাকে ছেড়ে love কাকে দেব ভেবে
ক্ষণে ক্ষণে যাই চুপসে
ডাকবো তবে কি এবার ফেলুদা
সংগে জটায়ু, তোপসে? :-/

এখনওতো কিছু শিখতে পারিনি
ভাগ করা যায় মন কি?
তাহলে সেটাই করবো ভেবেছি
ভাইসাবেরা কন কি? :-B

১০,২৫৪ বার দেখা হয়েছে

৯২ টি মন্তব্য : “হেল্প! হেল্প !!”

  1. টিটো রহমান (৯৪-০০)
    ছড়ার পোস্টে দরকার এখন
    একটা নিয়ম করা
    চার লাইনের ছড়া ছাড়া
    কমেন্ট যাবেনা করা।

    আরে মিলেছে তো দেখি

    :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
    ঠিক ঠিক খুব ঠিক
    এমন হলে বেশ হয়
    যদিও তুই পাচ লাইনে
    কমেন্টাইছিস বোধহয়


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. হাসনাইন (৯৯-০৫)

    আহা... বেশি জোশ।

    ওদিকে আবার অনুরোধ নামা
    পড়ে আছে গোটা বিশটে
    ওরা নাকি সব ঠাই পেতে চায়
    ফেসবুকে ফ্রেন্ডস লিস্টে।

    আমারে কিছু ডাইভার্ট কইরা দে। 😛
    :just: অসাধারণ।
    ছড়া সংকলন বি বের কইরা ফেল। :thumbup:

    জবাব দিন
  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    দেশব্যাপী আলোচনা আর তীব্র ধিক্কার
    কেউ জানেনা জিহাদের মনটা আসলে ঠিক কার।

    টুকরো মনের ব্যবসা জিহাদ =((
    কিন্তু ভীষন ডেন্জারাস, :chup:
    একবার পড়লে ধরা
    হবে মহা সর্বনাশ। ~x(

    তাই তোকে বলি
    আস্ত মনটাই রাখিস,
    :just: বর্ষায় ভিজিয়ে নিয়ে
    সুখে শান্তিতে থাকিস।

    জবাব দিন
  4. আলম (৯৭--০৩)

    ছড়া কেবল তুইই জানস
    আর কেউ বুঝি জানেনা?
    টিটো, মান্নান, কামরুল ভাই
    কেউ দেখি কম যায়না!
    দয়া করে এবার তবে
    নবায়ন কর্‌ 'রেডবুকে'
    ছড়ার কমেন্টে যেন
    ছড়াই লিখে পাঠকে।

    :boss: সহমত।

    জবাব দিন
  5. আদনান (১৯৯৭-২০০৩)

    জিহাদ মিয়া,
    চমকায়া দিছ জটিল কিছু দিয়া
    যদিও অনেক আগের পোষ্ট, তখন পড়িনাই
    এখন পড়ে পিরা গেলাম; তুমি বস্‌, ভাই!
    আরো চাই ছড়া
    রকিব, জিহাদরে গ্রীন-টি বানায় দে তো একটা কড়া...

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।