১০০% বৈজ্ঞানিক ছড়া

টন খানি ডাল কিনে গাল খেত ডালটন
বৌ ঝাড়ি দিলে যেত চলে নয়া পল্টন।

এডিসন রেডিসনে খেত রোজ ব্রেকফাস্ট
লুচি, ডাল ভাজি ভুলে নিত জ্যুস, কেক ফার্স্ট।

আসি আসি করে শেষে আসেনিতো আসিমভ
বেড়ে রাখা খাসি ভুনা হয়ে গেছে বাসি সব।

মার্কোনী নাকি চারকোণী হয়ে রাতদিন
হেঁটে শেষে ঘরে এসে কেশে বলে, “ভাত দিন। ”

ম্যাক্স প্ল্যাংক নাকি ব্ল্যাংক চেকে করে ছিল সই
ক্যাবে করে এসে RAB বলে,” ব্যাটা গেল কই?”

হকিংয়ের রকিংয়েতে হলো শখ বক্সিং
খেলে জয়ী হতে হবে ম্যাচ করে ফিক্সিং।

আজকাল নাকি রং ভুলে গেছে প্যাস্কেল
RGB দেখে বলে, “আরে এটা গ্রে স্কেল।”

স্কচ টেপে ফুটো পেলে খেপে যেত কেপলার
পিন তার ছিল নাকো ,ছিলো শুধু স্টেপলার।

হিউমারে বড় কাঁচা ছিল ভন নিউম্যান
জোক শুনে হিন্দীতে ক’তো “এয়সা কিউ, ম্যান?”

গেমিং এর বড় নেশা ধরেছিল ফ্লেমিংয়ের
তারও আগে গীটারেতে টুং টাং জ্যামিংয়ের।

বিজ্ঞানে ছিল ভাল মহামতি ল্যাপ্লাস
ব্যাটা শুধু বাংলাতে পেলো নাকো এ প্লাস।

( ভাগ্যিস এ ছড়াটা দেখেনিতো তারা কেউ
কে জানে কে পড়ে তবে ঠিকই যেত মারা কেউ। 😛 )

৩,৭৮১ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “১০০% বৈজ্ঞানিক ছড়া”

  1. টিটো রহমান (৯৪-০০)

    জিহাদ
    দুর্দান্ত আর মজারু হয়েছে
    :clap: :clap: :clap: :clap: :clap:
    অফটপিক:
    বাবা মা খুব করে অর্থের খরচা
    তোমাকে করিয়েছেন বিজ্ঞানের চর্চা
    এই জ্ঞান দেখে আবার না যান মূর্ছা 😀 😀


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. কনক রায়হান (৯৮-০৪)

    বিজ্ঞানীদের নিয়ে
    মশকরা করে কে?
    ডাল্টণের ভুত এসে
    ঘাড় দেবে মটকে।

    মার্কনী দেবে কনি
    হকিংয়ের বক্সিং,
    সাবধানে থেকো ভাই
    করে ফেলো ফিক্সিং....... 😛 😛 😛

    জিহাদ তুমি বস।

    জবাব দিন

মওন্তব্য করুন : মোঃ মাহমুদুল আলম

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।