টাইমপাস নাম্বার – টু

আহারে যে হলো একি
যা করিনি চিন্তাই
ব্যাচেলর এ মন খানা
হয়ে গেছে ছিনতাই!

ইতি খুঁজি, উতি খুঁজি
কোনাকুনি, সোজাসুজি
মন ফিরে পাইনা যে
কাঁদি সারা দিন তাই
সাবালক এ মন খানা
ঠিকই হলো ছিনতাই!

অবশেষে ঘরে এসে
বলে এক মেয়ে হেসে
না বলে ও মন নিয়ে
বাড়িয়েছি ঋণ, তাই
বলতে তা’ এসেছি যে
আমি প্রীতি জিনতা-ই!

৪,২৮৫ বার দেখা হয়েছে

৫৫ টি মন্তব্য : “টাইমপাস নাম্বার – টু”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    মন ভরেনা এখনতো আর
    শুধু প্রীতি জিন্তা'য়
    মল্লিকা চাই, প্রিয়াঙ্কারেও
    থাকুক না এই তিনটাই। 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. আদনান (১৯৯৪-২০০০)

    কিরে শেষের লাইন ২টা কেন যানি ঠিক ছন্দে আছে বলে মনে হচ্ছেনা । পড়ে ঠিক রিদমটা পাচ্ছি না । তবে মন ছিনতাই হওয়া ভাল কথা না । জিডি কর আর পত্রিকায় একটা হারানো বিজ্ঞপ্তি দে 😛

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)
    ইতি খুঁজি, উতি খুঁজি

    শুনো, ইতি মেয়েটা ভালো আছে। তবে উতি ঠিক সুবিধার না। নামটাই দেখো কেমন উষ্ঠা খাওয়া! ওরে খুঁজা বন্ধ করে ইতিকে নিয়ে থাকো। আর যে প্রীতি জিন্তা মেয়েটা ওকে আমার বাসায় পাঠিয়ে দাও। ওকে বাংলা শিখাবো। B-)

    জবাব দিন
  4. আহমদ (৮৮-৯৪)

    ভাই জিহাদ ... তোরে একখান কথা কই ... এখন পর্যন্ত যদি দুকলা না হইসস, তাইলে যদ্দিন পারস একলাই থাক ... নাইলে পরে আমাগো মতন মাইনষের কথাগুলা মনে পরব। 😀


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।