ছোট্ট একটা দিনলিপি

আজ সোমবার। রাত ৯-২০। নাটক হচ্ছে। ভাল লাগছেনা। তাই লিখছি। সুমি আপু পাশে বসে মাসুদ রানা পড়ছে। খুব পড়তে ইচ্ছে করছে। কিন্তু পড়তে দেয়না সুমি আপু। এটা নাকি বড়দের বই। পড়া যাবেনা। আমি এর আগে লুকিয়ে পড়েছি। কিন্তু এমন কিছু পাইনি যার জন্য ছোটরা পড়তে পারবেনা। পড়ায় মন বসছেনা তাই। খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগছে। একদম পড়তে ইচ্ছে করছেনা। এমন খারাপ লাগছে যে বুকের ভেতর কষ্ট হচ্ছে। আমার ডায়েরীতে এটা একটা দু:খের দিন। আমি লিখছি যে এখনো খুব খারাপ লাগছে। এত খারাপ লাগছে যে কী লিখবো তাও ভেবে পাচ্ছিনা। পাশের রুমে মাসুমা খালা ও শম্পা নাটক দেখছে। নাটকের নাম (বিদায় বেলা)। আরেকটি জিনিস এখনই ঠিক করলাম যে আমার ডায়েরীতে একটি পাতায় সুখের দিন ও দু:খের দিনের একটি তালিকা লিখবো যাতে সে দিনটি দু:খের দিন বা সুখের দিন পালন করতে পারি। আজ থেকেই এটা শুরু করলাম। কারণ আমার জীবনে আজ একটি দু:খের দিন। এই লেখাটি শেষ হওয়ার পরই তালিকা আরম্ভ করবো। পাতাও ফুরিয়ে আসছে। আর আমারও তেমন কিছু লিখবার নেই। শেষ হয়ে আসছে আস্তে আস্তে। আজ আর লিখবোনা। এখানেই লেখার ইতি।

———————————-

এই দিনলিপি লেখার তারিখ: ৩০ জুন, ১৯৯৭। বয়স তখন এগারো।

আজকে পুরোনো দিনের ডায়েরী উল্টাতে গিয়ে অনেক ছেলেমানুষী লেখা ও দিনলিপি আবার পড়া হলো। কিছু কিছু পড়তে পড়তে আমি পুরা হাসতে হাসতে গড়াগড়ি। তারই একটা শেয়ার করলাম সবার সাথে। 😛

২,২৫৯ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “ছোট্ট একটা দিনলিপি”

  1. রহমান (৯২-৯৮)
    আমার জীবনে আজ একটি দু:খের দিন।

    দু:খের দিন কি কারনে সেটা তো বললা না।

    এমন কিছু পাইনি যার জন্য ছোটরা পড়তে পারবেনা

    এটা যেহেতু বিচার করতে পেরেছো তার মানে তুমি আর ছোট নেই তখন 😉

    জবাব দিন
  2. মুহাম্মদ (৯৯-০৫)

    শিউর ডায়রিতে সত্যি কথা লেখা হয় নাই। কারণ, জিহাদ বোধহয় ততদিনে মাসুদ রানার কোন একটা বই পুরা শেষ করে ফেলছিল।
    জিহাদ, বইয়ের বড়দের অংশটা পড়ে তখন কি মনে হইছিল একটু জানতে পারি কি? জানার বড় সাধ ছিল...

    জবাব দিন
  3. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    ডায়রীতে তুলে রাখা কথামালা হলো বেশি চিন্তা ভাবনা না করে মুহূর্তকালের আবেগের বহিঃপ্রকাশ।
    পরে পড়তে গেলে অনেক লেখাই ছেলেমানুষী মনে হয়।
    কিন্তু সেসবের গুরুত্ব অ-নে-ক।
    আমিও আমার ১৪টা ডায়রী থেকে পাতা উল্টাই মাঝে মাঝে।
    অনেক আগের না বরং মাত্র ৩/৪ বছর আগের কথা পড়েও কখনো কখনো প্রচন্ড হাসি পায়, ত্রিশ ছুঁই ছুঁই এই নিজেকে বড্ড বাচ্চা বাচ্চা লাগে।
    স্মৃতি প্রতারক হলেও লিখে রাখা কথামালা কখনোই নয়।
    ডায়রী পড়ে প্রতিবারই নিজেকে নতুন করে আবিস্কার করি।
    জয়তু ডায়রী।


    Life is Mad.

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমারে কেউ চিঠি দেয় নাই :(( ! ও........ মনে পরছে, একটা পাইছিলাম। ওইডা পইড়া কিনতে কিনতে চোওক্ষের পানিতে একটা সুইমিংপুল হইছিল :(( :(( :(( !!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    হুম, ডায়রি।
    সেদিন, কলেজ থেকে টুয়েলভের চলে আসার সময় নিজেদের পোলাপাইনকে দেয়া ডায়েরিটা উল্টাতে গিয়ে প্রথম পাতায়ই আমার অনেকদিনের রুমমেট জহিরের লেখাটা পড়ে চোখের পানি আটকাতে পারিনি। ওর লেখার শেষে কোনায় লেখা আছে ডেইট অব বার্থ ১১ই নভেম্বর। আর তার নীচে ও লিখেছিলো ডেইট অব ডেথ ----। আমি কখনো স্বপ্নেও ভাবিনি ঐ জায়গাটাতে আমাকে লিখতে হবে ১৩ই ফেব্রুয়ারি ২০০৮।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. কামরুলতপু (৯৬-০২)

    আমারও বেশ কিছু ডায়েরী ছিল কিন্তু আমার খুব একটা বাজে অভ্যাস ছিল, অনেকদিন পরে ডায়েরী পড়তে গিয়ে ডায়েরী ছিড়ে ফেলতাম। আপাতত তিনটা ডায়েরী ছাড়া বাকিসব ছিড়ে ফেলেছি। এখন মনে হচ্ছে রাখলেও পারতাম।

    জবাব দিন
  7. ফয়েজ (৮৭-৯৩)

    উলটা চিন্তা করে দেখ তো, মনে কর তুমি এখন ১০ বছরের পোলা, বসে বসে ২২ বছর বয়সে লেখা নিজের ডাইরি পড়ছ।
    কেমন, মজা লাগে?


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  8. সাব্বির (৯৫-০১)

    আমি কলেজে থাকতে প্রতি বছর নতুন ডায়েরী কিনতাম। ২/৪ বার লিখছিলামও। তয় সব মিলাইয়া ছয় বছরে ১০/১২ পৃষ্ঠার বেশী না, তাও আবার ৫/৬ টা ডাইরী মিলাইয়া 🙁 ।
    আহারে সায়েদ ভাইএর মত যদি ১৪ টা ডায়েরী লিখতে পারতাম তাইলে নিজেরে হুমায়ুন আহমেদ মনে করতাম B-) ।
    জিহাদ ১১ বছর থেকে এই পর্যন্ত যা যা লিখছ ছাইড়া দেও।
    আমি আবার মাইনষের ডায়েরী পড়তে ভাল পাই 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।