রোজার দিনে বেজার দিনলিপি

দিনগুলা যায় ভালোই চলে
বেশতো সাধা সিধা
দু:খ খালি যায়না খাওন
লাগলে পেটে খিদা! :bash:

এই রোজাতে যায়না বোঝা
ক্লাস টাইমের পড়া
বোর্ড জুড়ে :just: ভাসতে দেখি
বুট, বেগুনী, বড়া! :dreamy:

আজকে যখন ক্লাস টাইমে
হইতেসে ক্লাস ধুমায়
এজ ইজুয়াল জিহাদ তখন
তার বিছানায় ঘুমায়!

ভোর বারোটায় উইঠা দেখি
নাকের ডগায় মাছি
দুই রুম্মেট ভাগসে আগেই
আমিই কেবল আছি! :shy:

ভাইবা দেখি হায়রে কপাল
ক্লাসটা ছিল জোকোর
যে কীনা এই লাস্ট উইকেও
ডাইকা দিসে ঠোকর! :((

কয় আমারে – সাহস কত?
ডেইলি ক্লাসে কামাই?
তুই কি বেটা মাস্ফ্যু নাকি
:just: আদরের জামাই? :duel:

সেই ঘটনা ভাবতে গিয়ে
সব হয়ে যায় ফিকে
দেই যে হাঁটা রকিব মিয়ার
চা র দোকানের দিকে =((

আইসা দেখি কেসটা খারাপ
বন্ধ কেন টং ? আপ-
ডাউন হয়া রকিব মিয়া
লুঙ্গি পিরা লং আপ! ;;;

এইনা কপাল! লক করা লাক
নাই হাতে তার চাবি
সামনে হঠাৎ তাকায় দেখি
আসছে দিহান ভাবী! :grr:

কিন্তু ভাবী দৌঁড়ায় ক্যান
হইলোটা কি আবার?
তবে কি তুহিন চাক্কু হাতে
দিচ্ছে তাকে দাবাড়? 😡

আইসা ভাবী হাইসা বলে
কেমনে নিজেক ফিরাই
পোস্টে তোমার ফাস্টো হলাম
এক্টু এবার জিরাই! :khekz:

সেই খুশিতে ভাবীর সাথে
তাল মিলায়া হাসি
এই চামে ফ্রিজ থাইক্যা এবার
মিস্টি খায়া আসি! :goragori:

৩,৫৮৪ বার দেখা হয়েছে

৪৯ টি মন্তব্য : “রোজার দিনে বেজার দিনলিপি”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    আইসা ভাবী হাইসা বলে
    কেমনে নিজেক ফিরাই
    পোস্টে তোমার ফাস্টো হলাম
    এক্টু এবার জিরাই!

    হায় হায় এ আমি কি করলাম ! ভাবীরে ১ম হইতে দিলামনা।আমিই হন্তারক :bash: :duel:

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দূর দেশেতে রাত্রি এখন
    কপালটা তাই পোড়া'ই
    ভইনে আমার ঘুমাইতাসে
    ফার্স্ট হ এখন তোরা'ই।

    :thumbup: :thumbup:

    কয় আমারে - সাহস কত?
    ডেইলি ক্লাসে কামাই?
    তুই কি বেটা মাস্ফ্যু নাকি

    :just: আদরের জামাই?

    :pira: :pira:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    জিহাদ নিঃসন্দেহে আমার প্রিয় ছড়াকার।
    ছড়া পুরাই ফাটাফাটি হইছে। :thumbup:

    কয় আমারে - সাহস কত?
    ডেইলি ক্লাসে কামাই?
    তুই কি বেটা মাস্ফ্যু নাকি
    :just: আদরের জামাই?

    এই জায়গায় আইসা চেয়ার থিকা এক্কেবারে পিড়া গিলাম। :pira: :pira:

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    দোকান বন্ধ না কইরা উপায় আছে, রোযার মাসে খানাপিনা বন্ধ। তবে হোম ডেলিভারী সার্ভিস চালু করছেন বইলা থ্যাঙ্খু। ভাবতাছি ডেইলী ইফতারী সার্ভিস চালু করমু।
    😀 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    আসল কথাটাই তো বলা হয়নি, সিসিবি ছড়াকারের ছোড়া বরাবরের মতই অনবদ্য হইছে। আরো ভালো হইতো যদি নিস্পাপ পোলা রকিবের উপর শাস্তি ধার্য না হইতো 😛 😛 ।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।