আজ প্রাপ্ত বয়স্ক মানুষটার জন্মদিন

সি সি বি র আকাশে তার আবির্ভাব অনেকটা ধুমকেতুর মতই। একদিন তিনি এলেন, কচি কাঁচাদের কথা ভেবে বিশেষভাবে রচিত একটি পোস্ট দিলেন এবং ছোট বড় সবার মন এক সেকেন্ডের দশভাগের একভাগ সময়ের আগেই জয় করে নিলেন। তারপর?…

মানুষটার আবির্ভাব যদিও ধুমকেতুর মতই। তবে কিছুদিনের মধ্যেই বুঝিয়ে দিলেন তিনি আসলে ধ্রুব তারা। হুট করে এলেও হুট করে চলে যাবার জন্য তার আগমণ নয়। এখনো জ্বল জ্বল করে আমাদের সবার মাথার ওপরে জ্বলছেন। সৌহার্দ্য,বন্ধুতা আর ভালোবাসার আকাশ জুড়ে।

শেষবার সি সি বি যখন বিপদের মুখে পড়লো তিনিই এগিয়ে এলেন সবার আগে। হোঁচট খেতে খেতেও সিসিবি আবার তার হাত ধরে সামলে নিলো বিপর্যয়। কোনদিন দেখা হয়নি,কথা হয়নি এমন অচেনা কয়েকজন মানুষের হাতে নতুন সার্ভার কেনার জন্য নিজের ক্রেডিট কার্ডের নাম্বার তুলে দিলেন নি:সংকোচে। এখান থেকে একেবারে পৃথিবীর উল্টোদিকে বর্তমানে বসবাসরত মানুষটার সিসিবির প্রতি এমন নি:স্বার্থ সমর্থন এবং ভালোবাসা দেখে মনে মনে অবাক না হয়ে পারিনা। ক্যাডেট ছাড়া এমন নি:শর্ত বিশ্বাসের সম্পর্ক আর কাদের মাঝেইবা হতে পারে?

সর্বশেষ শুনতে পাওয়া গিয়েছিল তিনি সিয়াটলের শীতে একা একা কাঁপাকাঁপি করছিলেন। কিন্তু কিছুদিন আগে জানা গেল সাত সমুদ্দুর তের নদী পার হয়ে তার পার্বতী শেষমেষ তার বন্দরে ভিড়েছেন ভালোবাসার উষ্ণতা ছড়াতে। আর এখন তিনি বেশ সুখেই আছেন। অন্তত আগের মত ঠান্ডা যে লাগছেনা এতটুকু নিশ্চিত হওয়া গেছে। (যদিও আমাদের জন্য ব্যাপারটা কিছুটা দু:খের। পার্বতীকে সময় দিতে গিয়ে ইদানীং তাকে খুব কম কম পাওয়া যাচ্ছে সি সি বিতে)

আর এই একটু আগে কামরুল ভাই ফোন করে জানালেন, আজ এই প্রাপ্তবয়স্ক মানুষটার জন্মদিন।

মরতুজা ভাই, শুভ জন্মদিন। পার্বতীকে নিয়ে সুখী হোন সারা জীবনের জন্য।

সিসিবির সবার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের প্রাপ্তবয়স্ক শুভেচ্ছা।

৬১ টি মন্তব্য : “আজ প্রাপ্ত বয়স্ক মানুষটার জন্মদিন”

  1. তাইফুর (৯২-৯৮)

    মরতুজা ভাই, শুভ জন্মদিন ...
    (আপনার জন্মদিনে আমারে কি গিফট দিবেন তাড়াতাড়ি ডিক্লিয়ার দ্যান।)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    নিউজ হেডিং

    জন্মদিনের পোষাকে মরতুজা ভাই

    ডিটেইলস

    আমাদের নিজস্ব সংবাদ্দাতা জানান 'পার্বতী ভাবী'র উপহার দেয়া ঝলমলে সার্ট আর ব্লু জিন্স (জন্মদিনের পোষাক) পরিহিত হাস্যচ্ছল মুর্তজা ভাই কে দারুন লাগছিল আজ


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমি কে এফ সি তে মরতুজা ভাইয়ের নাম দিয়া আমার জাস্ট ফ্রেন্ডদের সাথে ভরপেট খায়া আইলাম।দেশে আইসা বিল দিবে মরতুজা ভাই 😀

    হেফি বাড্ডে টু ইয়ু মরতুজা ভাই :ahem:

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মরতুজা ভাই, শুভ জন্মদিন
    বস্, তাইফুরের গিফ্ট টা একটু তাড়াতাড়ি দিয়া দিয়েন 😀
    তাইফুর দোস্ত, সুপারিশের লাইগা ভাগেযোগে পার্টি দিস মামা 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. সামি হক (৯০-৯৬)

    শুভ জন্মদিন মরতুজা। ভাই লিখা টিখা একটু দাও এইবার বউতো বেশ কিছুদিন হলো আসছে এখন তো বউয়ের সময় থেকে একটু কেটে নতুন কোন লিখা দিতে পারো।

    শুভ কামনা সব সময়।

    জবাব দিন
  6. মরতুজা (৯১-৯৭)

    সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি আশা করিনি জিহাদ এই কাজটা করবে। আজকে অফিসে এসে সিসিবি খুলেছিও অনেক পরে। এখন খুলেই মনটা ভাল হয়ে গেল (খারাপ ছিল না অবশ্য 😛 )।

    আর কথাটা সত্যি যে বউ আসার পর থেকে আরও বেশি আলসে হয়ে গেছি। আগে তো প্যাকেট নুডুলস আর পিজ্জা খেয়েই দিন পার করে দিতাম। অফিস শেষে বাসায় গিয়ে কি খাব তার কোন ঠিক ছিল না। মাঝে মাঝে তো খাবারই থাকত না ঘরে। শেষ পর্যন্ত ম্যাকডোনাল্ডসই ভরসা ছিল। আর এখন অফিস আসি সবার পরে, যাই সবার আগে। গিয়ে বউ এর হাতে বিকালে নাস্তা খাই আর আমার নতুন কেন বিগ ফ্ল্যাট হাই ডেফিনিশন সনি ব্রাভিয়া এক্সবিআর৬ এল সি ডি টিভিতে ব্লু রেতে মুভি দেখতে বসি। সিনেমা হল ফেল। এত দিনে মনে হচ্ছে একটু আরামে আছি। আরামের ফলাফলও হাতেনাতে পাচ্ছি। ভুড়িখানা বেশ বাগিয়ে বেরোচ্ছে। সুতরাং, বুঝতেই পারছ সিসিবিতে সময় কেন একটু কম হয়ে যাচ্ছে।

    তবে ব্যাপার না। হারাই নাই। আমার বউ তো প্রতিদিনই বলে, "অইজে শুরু হইছে, আইসাই ব্লগ নিয়া পরছে। অফিসেও তো সারাদিন অইসব কর।"

    জবাব দিন
  7. মরতুজা (৯১-৯৭)

    ক্রেডিট কার্ডের নাম্বার আপাতত দিতে পারছি না বলে দুঃখিত 😀 । তবে পরেরবার ঢাকায় আসলে সবাইকে দাওয়াত। আহারে, কতদিন স্টারের বিরিয়ানি আর চিকেন টিক্কা খাই না :x। যত যাই কও, স্টারের কাছে অই কে এফ সি আর পিজ্জা হাট কিছুই না।

    জবাব দিন
  8. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    বিগ ফ্ল্যাট হাই ডেফিনিশন সনি ব্রাভিয়া এক্সবিআর৬ এল সি ডি টিভিতে ব্লু রেতে মুভি দেখতে বসি

    বস্, এইভাবে ডিটেইল দিলেন :(( :(( দুইয়েকটা ছবি দিয়েন।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  9. সাকেব (মকক) (৯৩-৯৯)

    মরতুজা ভাই,
    "জন্মদিনে কি আর দিব আপনাকে উপহার
    বাংলাতে নেন ভালবাসা, হিন্দিতে নেন পেয়ার" :clap:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  10. তারেক (৯৪ - ০০)

    শুভ জন্মদিন মরতুজা ভাই। :party:
    আপনার একটা কথা চরম ঠিক, বউয়ের নিকটত্বের সাথে ভূড়ির বেড়ে যাবার হার পুরাপুরি সমানুপাতিক।
    আমিও একই প্রবলেমে আছি! 🙁


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
  11. তাইফুর (৯২-৯৮)

    গরুর মাংস দিয়া চাপ দেয় ??... কস কি মাস্ফ্যু 😮
    আমি তো তাইলে ঠিকই সন্দেহ করছিলাম। :-B
    এই জন্যেই জিগাইছিলাম অন্য কিছু দিয়ে ‘চাপাচাপি’ করে কিনা। :shy:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  12. কামরুলতপু (৯৬-০২)

    আমি তো অপেক্ষা করছিলাম মাশরুফ একটা কমেন্ট দিবে "আমিও ভূড়ি বাগামু কিংবা আমিও মোটা হপো" বলে।
    যাই হোক মরতুজা ভাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা

    জবাব দিন
  13. মুসতাকীম (২০০২-২০০৮)

    সরি দেরি হইয়া গেল 😕
    শুভ জন্মদিন মরতুজা ভাই :party: :party: :party:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  14. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মরতুজা ভাই, এত দেরী করে ফেলেছি যে শুভ জন্মদিন বলতেও দ্বিধা হচ্ছে... 🙁
    তারচেয়ে বরং...

    শুভ জন্ম সপ্তাহ্‌...!!!!!!!!!! :clap: :clap: :party: :party:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।