রকিব মিয়ার চা’য়ের দোকানের শুভ উদ্বোধন

স্লামডগ মিলিওনিয়ার চায়েওয়ালা রকিব মিয়াকে চেনেনা এমন লোক সিসিবিতে খুঁজে পাওয়া দুষ্কর। হাসিখুশি যে ছেলেটা কানাডাতে পড়াশোনা করার পাশাপাশি এখন সিসিবিতে চা বিলিয়ে বেশ ভালোই টু পাইস কামাচ্ছে। যে কোন নতুন সিসিবিয়ান কে চা দিয়ে স্বাগতম জানানো কিংবা নিজেদের কারো জন্মদিনে ধোঁয়া ওঠা চা এর পাশাপাশি গরম গরম পোস্ট দেয়ার বিজনেজ পলিসি করে তার দিনে দিনে উন্নতির রহস্যও মোটামুটি আমাদের সবার জানা।

তার সাথে আবার যোগ দিয়েছে দিহান ভাবী।

দুজনে মিলে সিসিবিতে আদর আপ্যায়নের দায়িত্বটুকু পালন করছে অত্যন্ত সুচারুভাবে। কিন্তু সমস্যা হলো দুজনেই কানাডা প্রবাসী। বাংলাদেশ এয়ারলাইন্স এর প্লেন জ্যামে পড়ে মাঝে মাঝেই তাদের সিসিবি তে সময়মত আসতে দেরী হয় যায়। চায়ের নিয়মিত সাপ্লাইয়েও যে ব্যাঘাত ঘটে সে আর বলতে।

কাজেই সব দিক বিবেচনা করে সিসিবি এডজুট্যান্ট ব্যাপারটার দিকে কয়েকদিন ধরেই গভীর মনযোগ সহকারে দৃষ্টি রাখছিলেন। ভাবছিলেন কিভাবে সমস্যাটার সমাধাণ করা সম্ভব। মাননীয় এডজুট্যান্ট স্যারের সুচিন্তিত মতামত অনুসারেই শেষ পর্যন্ত কানাডা প্রবাসী রকিব মিয়ার চায়ের দোকানের সিসিবি শাখা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আশা করা যায় রকিব মিয়ার ব্যবসার উন্নতির গ্রাফ আগের চে আরো উর্ধ্বগতিতে ধাবমান হবে। মিলিওনার থেকে বিলিওনিয়ার হওয়া মনে হচ্ছে এখন মাত্র সময়ের ব্যাপার। ;;; দিহানভাবীকেও স্যুপ আর চা নিয়ে কানাডা টু সিসিবি আগের মত দৌড়াদৌড়ি করতে হবেনা।

এডুস্যারের অনুমতি ও নির্দেশনাক্রমে কিছু প্রাসঙ্গিক বিষয়বস্তু নিচে যোগ করে দেয়া হলো:

চায়ের দোকানের ঠিকানা:

চায়ের দোকানের ঠিকানা পেতে আপনাকে অবশ্যই লগইন করতে হবে। লগইন করার পর “আমার লকার” চায়ের দোকান নামে একটি লিংক দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই কিছুক্ষনের মধ্যেই আপনি রকিব মিয়ার চায়ের দোকানের সামনে নিজেকে আবিষ্কার করবেন।

চা খাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা

রকিব মিয়ার চায়ের দোকানে চা খেতে চাইলে আপনার পিসিতে অবশ্যই এডোবি ফ্ল্যাশ প্লেয়ার নাইন অথবা তার ওপরের কোন ভার্সন ইন্সটল থাকতে হবে।
লেটেস্ট এডোবি ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে পারবেন এখান থেকে

চায়ের দোকানের সময়সূচী:

প্রথমে পরীক্ষামূলক ভাবে শুরু করা হলো। চলবে দিনরাত চব্বিশ ঘন্টা। কোন রকম সমস্যার সম্মুখীন না হলে চলতে থাকবে নিয়মিত।

চা খাওয়ার আদব কায়দা:

নির্দিষ্ট কোন আদব কায়দা নেই। কাপে করে কিংবা পিরিচে ঢেলে – যে কোনভাবেই খেতে পারেন। তবে সকল ক্ষেত্রে সিনিয়র জুনিয়র সম্পর্ক মেইন্টেইন করে চলতে হবে। কোন রকমের বেয়াদবি নয়, কিংবা বাড়াবাড়ি নয়। চায়ের কাপে ঝড় তোলা যেতে পারে যে কোন বিষয়েই। তবে অনাকাঙ্ক্ষিত কোন পরিবেশের সৃষ্টি হলে দায়ী ব্যক্তিকে চায়ের দোকান থেকে ব্যান করে দেয়া হতে পারে। তবে এডজুট্যান্ট স্যার মনে প্রাণে বিশ্বাস করেন তার ক্যাডেটরা এমন কোন পরিস্থিতি সৃষ্টি করতে পারেইনা।

চায়ের দোকান স্থাপনে সহযোগী পার্টনার :

চায়ের দোকান স্থাপনের ক্ষেত্রে কারিগরী সহায়তা নেয়া হয়েছে এই সাইটটি থেকে। প্রয়োজনীয় জায়গাটুকুও তাদের বদান্যতায় পাওয়া বলে আশা করা যাচ্ছে ক্রেতা সংখ্যা অতিরিক্ত হলেও সিসিবির সাধারণ পরিবেশে সেজন্য কোন ব্যাঘাত ঘটবেনা।
তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং রকিব মিয়ার চায়ের দোকান যতদিন থাকবে ততদিন পর্যন্ত চা খেয়ে তাদের কোন বিল দিতে হবেনা।

পরিশেষে, এডু স্যারের পক্ষ থেকে সিসিবির সবাইকে চায়ের দোকানে আমন্ত্রণ রইলো 🙂

২,৬৬৩ বার দেখা হয়েছে

৫৮ টি মন্তব্য : “রকিব মিয়ার চা’য়ের দোকানের শুভ উদ্বোধন”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    জুনিয়র পোলাপাইনের জন্যে চায়ের দোকানে বসা যায়না!
    খালি হাউ কাউ করে। :grr:
    ওই রকিব তোর দোকানে এসি লাগা।
    আমার আর কাইয়ুম ভাইয়ের জন্যে সব সময় একটা কেবিন বুক দিয়া রাখবি। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. রবিন (৯৪-০০/ককক)

    মডুদের প্রতিঃ চায়ের দোকান বা চ্যাট রুম টা ফ্ল্যাশের না করলেই ভালো হয়। কারন অনেকেরই ফ্ল্যাশ এ প্রব্লেম হয়/ হবে। আগের স্টাফ লাউঞ্জ এর মতো নন-ফ্ল্যাশ করলে ভালো হবে

    জবাব দিন
  3. বন্য (৯৯-০৫)

    মডু স্যারের কাছে চ্যাট উইন্ডোর সাইজ বৃদ্ধি করার জন্য দাবী জানাচ্ছি...কারণ ইতিমধ্যে তুখোড় কয়েকজন চ্যাটারুর গতির সাথে তাল সামলাতে না পেরে দুইজন সিসিবি সদস্যের মস্তিষ্কবিকৃতির খবর পাওয়া গেসে.... ~x( ~x( ~x(

    তবে,দোকানটা যা হয়েছে না মাইরি.... ~x( ~x( ~x( ~x( :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন
  4. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    :teacup: :teacup: চায়ে কি আফিম দেয়া নাকি , নেশা নেশা লাগে যে ...

    চা য়ের সাথে একটু রঙ্গিন পানির ব্যবস্থা করা যায় না ? রঙ্গিন পানির ফ্রান্ঞ্চাইজ টা কারে দেয়া যায় ?
    কাইয়ুম ভাই মনে হয় ইন্টারেস্টেড , কি বলেন কাইয়ুম ভাই ??

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসনাইন (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।