বিবর্ণ স্বপ্নগুলো

স্বপ্নগুলোকে রঙ্গিন করতে গিয়ে দেখলাম স্বপ্নগুলো সাদাকালো হয়ে গেছে।
শহরের নিয়ন আলো ছেড়ে প্রকৃতির কাছে গিয়ে দেখলাম
সেখানেও স্বপ্নগুলো অদ্ভুত আচরণ করছে,
কেমন যেন বাঘের ভয়ে আফ্রিকার বুনো মহিষের মতো ।

স্বপ্নের সাথে সারারাত সহবাস করলাম
অতঃপর সাহস নিয়ে সুউচ্চ পর্বত চুড়ায় গিয়ে দেখলাম
সেখানেও স্বপ্নগুলো ভয়ে কুঁকড়ে আছে
কেমন যেন শিকারির ভয়ে ভীত খরগোশের মতো,
পিট পিট চোখে তাকিয়ে আছে আমার দিকে।

নিঃশব্দ নিশীথে স্বপ্নকে আলিঙ্গন করতে গিয়ে দেখলাম
স্বপ্নগুলো ঘর্মাক্ত,
আমাকে ছোঁবে বলে বহুদূর হতে হেঁটে এসেছে।
আমি আলিঙ্গন করতেই অনুভুত হলাম
বুকের ভিতর ঘটতে থাকা বিগ্রহের শব্দ ।

ডুবুরী হয়ে সাগরের অতলে গিয়ে দেখলাম
স্বপ্নগুলো দিব্যি ঘুমিয়ে আছে,
এই ঘুম যেন আগামীকালের অপেক্ষায় নয় ।

এই ভাবেই অজানা আশংকায় আছে  বিবর্ণ স্বপ্নগুলো
যেন বসন্তের পাতাঝরা কৃষ্ণচূড়ার মতো,
দিগন্ত রাঙানোর অপেক্ষায়…।।

১,০১৪ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “বিবর্ণ স্বপ্নগুলো”

মওন্তব্য করুন : ড. রমিত আজাদ (৮২-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।