ছ্যাঁকাব্য ১

ছায়ায় মিশে, ঝাপসা আকাশে
তুমি লীন একা বিষে, যখন
সব অসহ্য অতীতের গ্রাসে,
ডিমপাড়া তাবৎ রমনীর কেশে
আলো যেন ক্লান্ত হয়ে মেশে,
সেই প্রেম আবার ভালোবেসে,
সেই বাসি রক্তে ভেজা লাশে,
যার স্ফীত যত অংগে আমি
সদ্য প্রসবমাত্র নবজাতকের বেশে ।।
ভেসে ভেসে, এসে জমেছি
অবাঞ্ছিত পথের শেষে, তারপর …

হঠাৎ কোন সুতী্ব্র চিৎকারে
দুস্পদের (মানুষ) মতন
নিজের অস্তি্ত্তের প্রকাশে
অবাক, হয়তো সিক্ত আমায়
আপনভেবে, কত না আবেগে
হারাতে আমায়, হারিয়েছ তুমি
মিথ্যে মোহ আর সারথে ভরা
নিরজন এই কামনার দেশে …।

৪৪৬ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ছ্যাঁকাব্য ১”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    বুঝিনি।
    'সারথে' শব্দটার মানে কি?
    'ডিমপাড়া রমণী' কথাটা অভিনব লাগলো, কিন্তু ভালো লাগলোনা।

    প্রথম ব্লগের শুভেচ্ছা।আরো লিখুন।
    কলেজ থেকে পাস আউটের সনটা উল্লেখ করুন অনুগ্রহ করে।

    জবাব দিন
  2. মাহমুদ (১৯৯০-৯৬)

    নূপুর ভাই,

    এইটা আমি না কিন্তু 🙂 ।

    পাবনার ব্যাচ-নম্বর দেখে মনে হলো এ'ও আমার থেকে ১০ বছরের বেশি ছাড়া কম ছোট না। (সম্পাদিত)


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদ (১৯৯০-৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।