পরিচিতি

আমি সাদামাটা একজন ক্যাডেট ছিলাম। কলেজ এ এ্যাপুলেট এ ১ দাগ দিয়া শুরু করছি আর ৬ দাগ নিয়া বের হইছি। সেহেতু বুঝতেই পারছেন !!!!
আমি মোটামুটি একজন Juiceless(রস হীন) মানুষ। ফান বুঝতাম খুব কষ্ট করে, কেউ বুঝিয়ে দিলে বুঝতাম। আর ফান এর এখন যতটুকু বুঝি তার কৃতিত্ব / অবদান বলতে গেলে আমার এক সিনিয়র এবং এক বন্ধু , না না দুই বন্ধু‘কে দিতে হবে। আমার বন্ধু’দের সম্পরকে পরে একদিন বলব। আজ ঐ সিনিয়র সম্পরকে অল্প কিছু বলি।
একদিন লন দিয়ে হেটে যাচ্ছিলাম। তিনি আমাকে ডেকে বললেন ”“ তোমার হাতে কি?”” আমি বললাম “” কিছু না”” । উনি খুব সিরিয়াস ভঙ্গিতে বললেন “ কেন, “তোমার হাতে কোন আঙ্গুল নাই??”” এই কথা বলে তিনি আবার চলে গেলেন। আমি হাসব না কাদব না সেটা ঠিক করতে না পেরে আমার মতো কাজ করতে থাকলাম।
আজ আমার বোরিং লেখার এইখানেই ক্ষান্ত দেই। লিখতে লিখতে আর আপনাদের সবার লেখা পড়তে পড়তে সবার সাথে পরিচয় হয়ে যাবে। আশা করি এইখানে ভাল সময় কাটবে।

২,৮৭৫ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “পরিচিতি”

  1. তৌফিক (৯৬-০২)

    এখন আসল কমেন্ট করা যায়, যেহেতু প্রথম কমেন্টখানা করে ফেলছি।

    জাফর ভাই, স্বাগতম।

    বেয়াদবি না নিলে একটা সতর্কবাণী দেই, এই রকম ট্রেলার পোস্ট দিয়া অনেকে ভাগছে। পরে আর পোস্ট দেয় নাই। আপনে নিশ্চয়ই এরকম করবেন না। 🙂

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    জাফর, তোর হাতে কি??? :-B

    যাই হোক, স্বাগতম বন্ধু... :hug: (এই বার অফিসিয়াল 😉 )

    আমার একখান ডাউট আছে- আমার কলেজ জীবন তো শুরু হয়েছিল দুই দাগ দিয়ে...আর শেষ বার দাগ দিয়ে...তোর দাগ সংখ্যা এরকম কেন???? :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    লিখতে লিখতে আর আপনাদের সবার লেখা পড়তে পড়তে সবার সাথে পরিচয় হয়ে যাবে।

    সমকালীন সিসিবি ধারা বজায় রেখে আমিও বলি, আরও লিখ…আরও লিখ :clap:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    Vai ccb te shagotom. (Sorry for english. I am using mobile)


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    জাফর, সিসিবিতে স্বাগতম। :hug: :hug:

    এখন আর হাত গুটাইয়া বইসা থাকার দিন নাই, লেখালেখি শুরু কইরা দাও হাত খুইলা! 🙂

    সমসাময়িক সিসিবি ধারা অনুযায়ী বলি, আরো লিখ,আরো লিখ। 😀

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ওয়ে হোয়ে-জাফর ভাই লেখা দিছে......এই খুশিতে ফ্রন্ট্রোল দেই...সিসিবি পরিবারে আরেকটা বৃক্ষের সংখ্যা বাড়ল-এমন দিন আসবে যখন সিসিবি গাছে গাছে ভইরা যাবে... 🙂

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমি তো শুনছি ক্যাডেটরা ক্লাস সেভেন ডান হাতে যথারীতি সব রেখা নিয়ে ঢুকে, বেরুনোর সময় হাতে আর রেখা খুঁইজ্যা পায় না...........
    :khekz: :khekz: :khekz:

    স্বাগতম জাফর। ভালো কাটুক সিসিবিতে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. শার্লী (১৯৯৯-২০০৫)

    জাফর ভাইয়ের আগমন
    শুভেচ্ছা স্বাগতম
    জাফর ভাই যেখানে
    আমরা আছি সেখানে।

    ভাই নির্বাচনে নাইমা পরেন
    আমরা আছি আপনার পিছে(আমি আরসিসি,পিসিসি না)।

    জবাব দিন
  9. তোমার হাতে কি?”” আমি বললাম “” কিছু না”” । উনি খুব সিরিয়াস ভঙ্গিতে বললেন “ কেন, “তোমার হাতে কোন আঙ্গুল নাই??

    *************
    আজকের্সেরা জোক্স ... :khekz: :khekz: :khekz:
    আর্কেউহাস্লোনাক্যান? বুঝে নাই নাকি আমিই বুজি নাই? =)) =)) =))

    জাফর ভাই, আপ্নেরে নিয়া এক্টা কবিতা লেক্সিঃ

    চল চল চল,
    জাফর্ভাই বস।
    জবাব দিন

মওন্তব্য করুন : শার্লী (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।