ব্লক করে দেয়া হয়েছে Youtube এবং esnips

বাংলাদেশ থেকে এই সাইট দুটিতে লগ ইন করা যাচ্ছে না। এই সাইট দুটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে ব্লক করে দেওয়া হয়েছে। বিস্তারিত বিডিনিউজ২৪ ডট কম এর।

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ওয়েবসাইট ইউটিউব ব্লক করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এমন কিছু করা হয়নি যা সরকারের আওতার মধ্যে নেই।

জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ‘ইউটিউব’ এবং ব্লগ সাইট ইসনিপস বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না শনিবার থেকে। ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ এ দু’টি সাইট ব্লক করে দিয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রীয় সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট করে এমন বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতেই পারে।”

তিনি বলেন, “যাদের এ জন্য অনুমোদন দেওয়া হচ্ছে তাতে বলাই আছে রাষ্ট্রীয় সংহতি ও ঐক্য নষ্ট করে এমন কিছু প্রচার করা যাবে না।”

২৫-২৬ মার্চ বিডিআর বিদ্রোহের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১ মার্চ ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের বৈঠকের অডিও রেকর্ড এ দু’টি সাইটে দেওয়ার পরপরই সাইট দু’টি ব্লক করে দেওয়া হলো।

কোনো কোনো দৈনিকে ওই বৈঠকের বিবরণ দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিকমস এর ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের গ্রাহকরা অভিযোগ করছেন যে ইউটিউব ও ইসনিপস এর সাইট দু’টি তারা দেখতে পারছেন না।

তিনি বলেন, আমরা ধারণা করছি ইন্টারনেট গেটওয়ে থেকে সাইট দু’টি আটকে দেওয়া হয়েছে।

২,৬২৪ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “ব্লক করে দেয়া হয়েছে Youtube এবং esnips”

    • আরিফ (১৯৯৪-২০০০)

      আমার প্রশ্ন হলো, পিএম এবং আর্মির ওই সভায় মিডিয়ার অ্যাক্সেস ছিলোনা, তার মানে ক্লোজড ডোর মিটীং। তা হলে এই অডিও ক্লিপগুলো লিক করলো কে? যেই করুক তাকে খুজে বের করা দরকার, ইউটিউব আর এস্নিপ্স ব্লক করে কি লাভ? এটা এমনভাবে ছড়াইছে যে, গ্রুপস মেইল, ব্লগ, আর হাজারটা সাইট আছে, ব্লক করে তো আরো মনোযোগ আকর্ষন করা হচ্ছে।

      জবাব দিন
  1. আরিফ (১৯৯৪-২০০০)

    যেই বেকুব গুলার মাথা থেইকা ব্লক করার বুদ্ধি বের হইছে, এরা জীবনে কোনদিন ইন্টারনেট ইউজ করছে নাকি ডাউট আছে। মিনিমাম আইডিয়া থাকলে এই কাজ করতোনা।

    জবাব দিন
  2. তৌফিক (৯৬-০২)

    সরকারের উচ্চ পর্যায়ের বুদ্ধিশুদ্ধি নিয়ে চিন্তায় পড়ে গেলাম। একবার ইন্টারনেটে চলে আসলে কিভাবে বন্ধ করবে এইগুলির ছড়িয়ে পড়া? হাজার হাজার লোকের হার্ড ড্রাইভে, আরও কতো ফাইল সার্ভারে আছে এইগুলা। দুইটা সাইট বন্ধ করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটু সুনাম(!!!) কামাবে বাংলাদেশ, এর বেশি কিছু তো ব্যান করে অর্জন করা সম্ভব না।

    সাইট ব্যান না করে অডিওগুলো লিক হলো কিভাবে সেইটার দিকেই বেশি নজর দেয়া দরকার।

    জবাব দিন
  3. সর্ষের ভূতের ব্যাঞ্চাই।
    এইসব আজাইরা সরকারী সিদ্ধান্ত যাদের উর্বর মস্তিষ্কপ্রসূত, তারা কি জানে না যে এই তথ্যপ্রযুক্তির যুগে কোন সাইটই যে ব্লক করা সম্ভব না। গেটওয়েতে সাইটের আইপি ব্লক করলেও হাজার হাজার রাস্তা আছে যার মাধ্যমে সেই ব্লককে বাইপাস করা সম্ভব। সেই সাথে প্রক্সি সার্ভার তো আছেই।

    আর ব্লক করা কিন্তু কোন সমাধানের রাস্তা নয়। বরং কেন এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল (থলের বিড়াল বেরিয়ে এল) সে বিষয়ে concerned হওয়া উচিত সবার প্রথমে।

    একটা ভাব সম্প্রসারণ মনে পড়ে গেল

    দ্বার বন্ধ করে আমি ভ্রমটারে রুখি
    সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি
    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)

    শুধু সেনাকুঞ্জের অডিও ফাইল না, আরো কিছু "জিনিস"আছে ইউটিউবে, সেগুলোর জন্যও এই ব্লক আসতে পারে।
    আমার গণনা যদি ঠিক থাকে, তাহলে শিগগীরই "বাকশাল কায়েম"-এর অভিযোগ আসিতেছে...... :(( :((


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মওন্তব্য করুন : তুহিন (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।