দ্বিতীয় জন্ম, প্রথম মৃত্যুর আগে

ক্লাস সেভেন পর্যন্ত বেশ গালভারী একটা নাম ছিল আমার। লোকে জিজ্ঞেস করলে যখন বলতা, তখন অনেকেই দ্বিধায় পড়ে যেত। মাহিন? মাজিদ? তখন আমি বলতাম, “না, মাহিদ। শেষে “দ” হবে।” সামীউর রহমান নামটা তখন শুধু ব্লু বার্ড স্কুলের নাম ডাকার খাতায়, গড়ে প্রতি ২৮ ঘন্টায় একবার শুনতাম! ঐ স্কুলের প্রথম পিরিয়ডে আরকি! ১৫ বছর আগের আজকের দিনটায় এয়ারপোর্ট রোডের চা বাগানগুলো ছাড়িয়ে যখন সাদা চুনকাম করা দালানগুলো চোখে পড়েছিল, তখনও বুঝতে পারিনি সেই ছবিটাই আমার জীবনের মনিটরে চিরস্থায়ী ওয়ালপেপার হয়ে যাবে। ফটকটার সামনে দাঁড়িয়ে যখন নাম বললাম মাহিদ তখন বেশ কয়েকজন খাকি পোষাক পড়া মানুষ হাতের একটা লিস্টি মেলাচ্ছিল। প্রথমে মনে হল, আমার নামটা আসলে এখানে নেই। পরে সামীউর রহমান বলতেই ফারহান ভাই (২১ ব্যাচ, কলেজ প্রিফেক্ট, আমার গাইড) এসে বেশ রাগ করেই বললেন “আগে বলো নি কেন”? আমার ব্যাগের একটা পাশ ধরে মেইনগেট থেকে শুরু করলেন হাঁটা, আমি গোটা রাস্তা তাকে বোঝালাম আমার নাম মাহিদ আমাকে সবাই এই নামেই ডাকে। বেশ বিরক্ত ছিলেন বলেই বোধ হয় কোন জবাব দেননি। শুধু ইউনিফর্ম পড়ার পর নেমপ্লেট টা লাগিয়ে দিয়ে বলেছিলেন, এখন থেকে তুমি সামীউর, এটাই তোমার নাম।
আমি জানি, আমাদের আরো অনেকের গল্পটাই এমন। পুর্ণ, তূর্য, শাওন, রুবেল, অভি, ফাহিম, শাফি সহ সবাই ৫২ একরের এই নতুন দেশে এসে পেয়েছে নতুন নাম। নাকি নতুন একটা জীবন। অন্য রকম, আলাদা একটা জীবন, যার মানেটা বহু বার বলা পুরনো কোন রসিকতায় এখনো হাসির ফোয়ারা বইয়ে দেয়াতে। অথবা মুঠোফোনে অদ্ভুত কোন নামে নাম্বার “সেভ” করাতে, যার মাহাত্ম্যটা শুধু তারাই জানে…যারা আজকের দিনটায় এক হয়েছিল।১৫ বছর আগে, আমাদের দ্বিতীয় জন্ম হয়েছিল।শুভ জন্মদিন ইনটেক ৯৭, শুভ জন্মদিন ২২তম ব্যাচ।বন্ধুতা বেঁচে থাক।

১৩ টি মন্তব্য : “দ্বিতীয় জন্ম, প্রথম মৃত্যুর আগে”

  1. ড. রমিত আজাদ (৮২-৮৮)

    সুন্দর লিখেছ সামিয়ুর (মাহিদ)।
    আমার আবার ডাক নাম আর ভালো নাম একই, তাই ঐ ঝামেলা মুক্ত ছিলাম।
    সিলেট ক্যাডেট কলেজ, নাম শুনলেই আবেগ আপ্লুত হয়ে পড়ি। হাজারো সুখ স্মৃতি বারবার মনে করিয়ে দেয়।

    জবাব দিন

মওন্তব্য করুন : ড. রমিত আজাদ (৮২-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।