অন্যরকম কবি

একজন কবির কথা বলি। এই কবি এমন একধরণের কবিতার চর্চা করেন যার উৎপত্তি পোকেমনের দেশ জাপানে! উনি ফুটবল খেলেন, ‘কিক অফ’ও করেন! হাইকু লিখে উনি ব্যাঙ্গালোর ঘুরে এসেছেন, আর ফুটবল দেখে সিঙ্গাপুর! নিশ্চয়ই বুঝতে পারতেসেন উনি কে? আমাদের হাসান ভাই ( কামরুল হাসান, ডেইলি স্টার)। আমার খুব প্রিয় একজন মানুষ। একই ডিপার্টমেন্টে পড়ায় উনারে সময় অসময়ে অনেক পেইন দিসি। আজকে এই হাসান ভাই এর জন্মদিন।
হাসান ভাই হ্যাপি বার্থ ডে। দেখা হইলে কেক খাওয়ায়ে দিয়েন। বৃহস্পতিবারে বেঁচে থাকলে আরেফিন এর বাসায় তো আসতেসি…তখনই না হয়……

১,৯৯১ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “অন্যরকম কবি”

  1. রকিব (০১-০৭)

    শুভ জন্মদিন ভাইয়া।
    সামীউর ভাইকে অসংখ্য ধন্যবাদ পোষ্টটা দেবার জন্য।
    অফটপিকঃ হাসান ভাই, আমারেও কেক খাওয়ায়েন, আমিও জন্মদিনের পোষ্ট শুরু করছিলাম। :gulti:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন

    আরেকটু বড় হইলে তোরে নিয়া তিন প্রহরের বিল দেখতে যামু, আপাতত
    হয় তুই আমার অফিসে আয় , নয় আমি আর সামীউর তোর অফিসে যামু। তারপর ৩ জন মিল্লা কেক-কুক-বিড়ি খামু। 🙂

    বিল দিবি তুই। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. হাসান (১৯৯৬-২০০২)

    অনেক ধন্যবাদ সামীউর 🙂

    আমার খুব প্রিয় একজন মানুষ।

    ইমোশনাল হয়া গেলাম (কপিরাইট: তাইফুর ভাই)

    দেখা হবে উইকেন্ডে 🙂

    @ রকিব, তোমাকেও ধন্যবাদ। দেশে আস, খাওয়া পাওনা থাকল 🙂

    @ কামরুল ভাই, চইলা আসেন অফিসে 😀

    @ জিহাদ, ধন্যবাদ 🙂

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    শুভ জন্মদিন

    আমার রবীন্দ্র হাউজের ছেলে, সেই ছোট্টটা রেখে এসেছিলাম 😉 এখন কত বড় হয়ে গ্যাছে, জাস্ট ফ্রেন্ড নিয়া ইফতার মাহফিলে আসে 😛
    তবে,
    এখানেই থেমে গেলে চলবেনা কিন্তু। তোমাকে অনেক বড় হতে হবে! 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. শাওন (৯৫-০১)

    জ্বী জ্বী.....অনেক বড় হইতে হবে....


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    হাসান

    থ্যাঙ্কস ফর দ্যা লাঞ্চ।
    প্রতিদিন তোর জন্মদিন কেন হলো না! আমার দুপুরের খাবার খরচ তাহলে বেঁচে যেত। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।