বাদলা দিনে মনে পড়ে, ছেলেবেলার গান

ঢাকার আকাশে তুমুল, বৃষ্টি। গতকালকে যে prelude শুরু হইসিলো আজকে তা পুরাই Concert এ রূপ নিছে। সারাটা দুপুর মেঘলা করার পর ধুমায়া বৃষ্টি হইতেসে। বারান্দার ফাঁক দিয়া কফির কাপ হাতে বৃষ্টি দেখি, সাথে এক মিনিট করে নিজের আয়ূ কমাই।

বৃষ্টি দেইখা একটা গানের কথা খুব মনে পড়তেসে, ভাবলাম সিসিবিতে শেয়ার করি।
১৯৯৮ সাল এ রিলিজ হওয়া খুব ভূয়া ধরণের একটা ছবি ‘দাহেক’। সোনালী বেন্দ্রে আর অক্ষয় খান্না, হিন্দু মুসলিম প্রেম নিয়া ছবি, শেষে সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে নায়ক নায়িকার করুণ মৃত্য- রোমিও -জুলিয়েট মার্কা ছবি। আমাদের বাচপানের আওয়ারা দিল এই সোনালীর জন্য ধাড়কাইতো! তার ‘জো হাল দিলকা’ গানটার কথা মনে হইলে এখনো ….থাক আর কইলাম না।

তখন ক্লাস এইটে পড়ি, কলেজে দেখানোর জন্যে বড় ভাইরা নাম দিয়া আনলো এই ছবি। বাসায় ছুটিতে যে মুভির সাওয়ান বারসে...গানটা এমটিভিতে বহুতবার দেখসি! সিলেট বৃষ্টি বাদলার দেশ, বৃষ্টি বিলাস করার টাইম নাই। ঢাকা শহরের দাবদাহে বৃষ্টির শীতল পরশে যারা বৃষ্টি বিলাশ করতে চান তারা এই গানটা ছাইড়া এককাপ কফি নিয়া বারান্দায় গিয়া একটা সিগারেট ধরান। মাইরি বলচি, ভালো লাগবে।

গানটার- ইউটিউব লিঙ্কঃ

২,৮৪৮ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “বাদলা দিনে মনে পড়ে, ছেলেবেলার গান”

  1. সামীউর (৯৭-০৩)

    বিদ্যুত বিভাগের কৃপায় এই লেখাটা টাইপ করার সময় বিদ্যুতের প্রস্থান। খসড়া থেকে এই লেখাকে আলোর মুখ দেখান কামরুল ভাই। ধন্যবাদ কামরুল ভাই
    নিজের পোস্টে নিজেই ফাস্ট, 😀

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    সোনালী বেন্দ্রে'র বৃষ্টিভেজা শরীর দেখাইয়া দিলি তো মাথাটা আউলাইয়া।
    এখন আমি কই যাই ~x(

    আহারে সোনালী!
    পৃথিবীর সব সুন্দরী মেয়েদের কেন যে বিয়া হইয়া যায় ! ~x(


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    সোনালিরে আমি ১ম থেকেই ভালা পাই... এই গানটা আমার অন্যতম ফেভারিট... শেয়ার করার জন্য ধন্যবাদ :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    আমার সোনালির মোস্ট ফেভারিট ভিডিও... লাভ ইউ হামেসা মুভির ( ১০ বছর আগে এড দিত... এখন পর্যন্ত রিলিজ হয় নাই x-( )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. মুসতাকীম (২০০২-২০০৮)

    আহারে সোনালি ............................................ :shy: :shy: :shy:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সোনালির বিয়া হয়া গেছিল শুইনা আমি আর শোয়েব এমুন মরাললেস হয়া গেছিলাম যে যেই বদর হাউসের সাথে জীবনে প্র্যাকটিস ম্যাচেও হারি নাই তাদের সাথে হাইরা বাস্কেটবলের সিনিয়র টরফি হারাইছিলাম :(( :(( :((

    জবাব দিন
  7. দিহান আহসান

    হাঁসের ছানা ভাইয়া তোমার জন্য লিঙ্কটা ...

    http://www.youtube.com/watch?v=7zd9b6-aPdI
    সামীউর ভাইয়া আর আকাশ ভাইয়া কে ধন্যবাদ। সোনালি'র আরেকটা গান ভাল লাগত,
    টাক্কার ছবির গান, কিভাবে আপলোড করতে হয় জানিনা, তাই লিঙ্ক টা দিলাম।
    http://www.youtube.com/watch?v=xD4_p0uWe_k

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    সোনালির প্রিয় গানের লিঙ্ক দেয়া শুরু করলে ব্লগে জায়গা কভার করবে না মনে হয়...... দিল হে দিল মে'র গান গুলা আর মেজর সাব এর কেহতা হে পাল পাল ... আহা :dreamy: :dreamy:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. তানভীর (৯৪-০০)

    আহা রে সোনালী! 😡 😡
    আমাদের ক্লাসে সোনালীর ব্যাপক একটা ফ্যান ক্লাব ছিল, এবং যথারীতি আমি এই ক্লাবের একজন সদস্য ছিলাম।
    সাওয়ান বারসে আমার খুব পছন্দের একটা রোমান্টিক গান, ভিডিওটাও দারুন। আর এই গানেই আমার তখনকার প্রিয় নায়ক-নায়িকা। 🙂
    মনটা উদাস কইরা দিলা সামীউর। :dreamy: :dreamy:

    জবাব দিন

মওন্তব্য করুন : সামীউর (৯৭-০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।