টাইটেল

টাইটেল আমি বলিনা
বললে কেমন তৃপ্ত লাগে
না বললে
অপরে আড়চোখে তাকায়।

টাইটেল ছাড়া মানুষ
মানুষ ছাড়া টাইটেল
আভজাত্য কি বেমানান।
টাইটেলে কি লেখা থাকে
আভিজাত্যের অপর নাম?
মন-মনুষ্য দিয়ে কি
করা যায় না মানুষের বিচার?

টাকা দিয়ে টাইটেল হয়
টাইটেল দিয়ে বিচার নয়
তাই টাইটেল দেখে বিচার
ভ্রান্ত বলেই গণ্য হয়  B-)

৮৮৮ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “টাইটেল”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    টাইটেল বলতে কি বুঝাচ্ছেন?
    খান বাহাদুর টাইপ কিছু..

    কিছু কিছু কাজ করেও জোটে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    টাইটেল টাইটেল, দাম নেই তার
    নিজের কর্ম নেই যার তার দরকার
    কর্মেই মানুষ বাঁচে, কর্মে পরিচয়
    (শুধু) টাইটেলধারীদের দ্রুত হয় লয়। :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।