তুমি আমার

তুমি আমার নিরাশার হাহাকারে
মেঘে ঢাকা তারা।
পেয়েও হারিয়ে হয়েছিলাম
খুজে খুজে সারা।

তুমি আমার একরত্তি মুক্তো
খুজেঁ পেয়ে নিমেষেই হাওয়া।
তুমি আমার অজস্র  চাওয়ার মাঝে
একবিন্দু পাওয়া।

তুমি আমার
সারা অংগে জড়িয়ে থাকা
শাড়ীর মত ভালবাসার ছোঁয়া।

 তুমি আমার ছেঁড়া কাঁথায়
ছারপোকার উপদ্রব।
তবু না পাওয়ার মাঝে
তুমিই আমার সব।

১,৬৭৭ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “তুমি আমার”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ব্লগে স্বাগতম। আজকেই আমার বৌকে বলতেছিলাম যে রেজি করো।
    চন্দ্র বিন্দু একটু ঝামেলা করছে মনে হয়।
    সুন্দর কবিতা।

    আরো আরো লিখতে থাকুন। :teacup:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    নতুন ব্লগার দেখে ভাবলাম এসে ফ্রন্টরোলের আদেশ-টাদেশ দেবো ।। কিসের কি এসে দেখি স্যালুট ঠুকতে হচ্ছে।
    আপনার টাকলা কানা স্বামীর ফান্দে পাড়া দিলেন শেষমেশ!
    লেখায় স্যালুট, এমনেও :salute:

    জবাব দিন
  3. মোকাব্বির (৯৮-০৪)

    ব্লগে স্বাগতম ভাবী! পোস্টটা এতদিন পরে দেখলাম কেন বুঝলাম না! 😕
    নাহ এরকম পরাজয়ের গ্লানি আর কতদিন!? 🙁


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মওন্তব্য করুন : টুকুন

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।