রাজত্ব

Interview with Towfique & Faisal Roddy by Amadergaan.com

তমসাছন্ন রাত্রি আর কুহক কুয়াশার পথ ঠেলে ঠেলে যেমনটি হাটতে হয় জীবনের  প্রতিটি মুহুর্তে , ঠিক তেমনই অজস্র ক্লান্তি নিয়ে সময়ের ক্ষুধায় গাইতে হয় শহুরে বাউলকেও । বাংলা গান আর বাঙ্গালী চেতনার মূল রশদ ‘বাংলা ভাষা’ সে ক্ষুধাকে মিটিয়েছে বহমান কালের সাথে তাল মিলিয়ে।চলমান সময় পরিবর্তিত পরিস্হীতি, ঘূনে ধরা মূল্যবোধ, রাজ্যস্বার্থ বিবর্জিত রাজনীতি,উপগ্রহীয় অশুভ কায়া থেকে উপশম- সবটাই রাজত্ব রাগে প্রতিফলিত বারবার।রাজত্বের এই অভিযানে তার নিজের যতটুকু দূরে যাওযার স্বপ্ন, তার চেয়ে অনেক বেশি স্বদেশ আর স্বদেশীয় স্বপ্নকে বহুদূর এগিয়ে নেবার অভিলাষ।কাঁটাতারের সীমান্ত পেরিয়ে পূর্ব পশ্চিম সব পথে চলার জন্যই আমাদের বাহন Alternative Hip-Hop I বিকৃত নয়; বিশুদ্ধ বাংলার দাম্ভিক ঝান্ডা সে বাহনের অমূল্য নিশান।

– আমরা

৬ টি মন্তব্য : “রাজত্ব”

  1. Towfique 36th

    @আদনান ভাইয়া... 😀
    @সাবিহা আপু... 🙂
    @আয়েশা আপু... দেরি করে উত্তর দেবার জন্য মাফ করবেন। কথা ছিল বের হবে Mysticos Enterprise (U.K) & Mulatto Recrds (U.S.A) দিয়ে। কিন্তু নতুন খবর হলো এখন আমার দুইটা ইংরেজি গান বের হচ্ছে under – Right Track Records (UNIVERSAL MUSIC, operation UK)। এই বছরে। সবার দোয়া চাই।আমার আলবাম রাজত্বের বিদ্রোহী ও নাগরদোলা নামের গান দুটার ইংরেজি ভারসান বের হচ্ছে। সাথে নতুন মিউজিক ভিডিও

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।