কাল্পনিক কথোপকথন : প্রথম পর্ব

– আচ্ছা,বেদনার রঙ কি?
– নীল।
– আর ভালোবাসার?
– লাল।
– লাল আর নীল মিশে কি হয়?
– জীবন।
– উফফ, এতো কঠিন কঠিন কথা বলো কেনো?
– জী বাংলা।
– কী?
– ওই যে, জীবন মানে জী বাংলা।
– তুমি যে কি!
– মানুষ।
– মানুষ না ছাই!
– মরলে তো কবর দিবে, জৈব সার হতে পারি। পুড়ে মরলে ছাই হওয়ার চান্স আছে।
– তোমার সাথে কথাই বলা যায়না! খালি পেচাও।
– আমি কি জিলাপী বানাই?
– আচ্ছা, বাদ দাও। একটু রোমান্টিক কথা বলো।
– চলো,বিয়ে করে ফেলি।
– আজকেই? চলো।
– না,থাক।
– কেনো?
– ভুলে গেছিলাম যে আজকে মাসের 26 তারিখ।
– তো?
– ভাত খাওয়ার টাকা নাই,আবার বিয়ে!
– সিগারেট তো ঠিকই খাচ্ছো?
– সিগারেটের টাকা ভূতে জোগায়।
– উফফফফফফফফ! তুমি এমন কেন?
– আমি আমার মতো।
– বৃষ্টিতে ভিজবে?
– হ্যাঁ।
– তুমি এতো ভালো কেনো? এতো রোমান্স কই ছিলো?
– বাস ভাড়া নাই,হেটেই বাসায় যেতে হবে। তাই।
– তুমি খুব খারাপ!
– হুম।
– খালি হুম হুম।
– হুম।
– এই নাও। পাঁচশো টাকা রাখো।
– একশো দাও,নাইলে আজকেই সব খরচ হয়ে যাবে।
– চলো, তোমাকে বাসায় পৌঁছে দেই।
– না থাক, আসো বৃষ্টিতে ভিজি।
– আই লাভ ইউ!
– জানি।
– আই হেইট ইউ!
– তাও জানি।
– সিগারেট টা ছেড়ে দাও।
– নয় বছর ধরে ট্রাই করছি, হচ্ছেনা।
– উফফফ, একটা মানুষ এমন কেনো?
– তোমার মুখে ” উফফফ ” শুনতে খুব ভালো লাগে।
– তাই?
– হ্যাঁ।
– সো সুইট অফ ইউ।
– টাঙ্গাইলের চমচম নাকি মুক্তাগাছার মণ্ডা?
– আবার?
(চলবে ……………)

১,৮২৬ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “কাল্পনিক কথোপকথন : প্রথম পর্ব”

মওন্তব্য করুন : নাফিস (২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।