একটা অপচেষ্টা ।

বি এম এ তে বসে গান লিখার চিন্তা করাটাও হাস্যকর জানি । তবুও এই ক্ষুদ্র প্রয়াস ।

আমার হাতে আজ একলা আকাশ,
স্মৃতি হয়ে আছ তুমি,
নির্ঘুম এই রাতে আজ,
আমার পাশে নেই তুমি ।

ছুঁয়ে দেখ , হাতে রেখে হাত,
কান পেতে শোনো , পাবে আমার ডাক ।

চল যাই আকাশে , মেঘেদের সাথে ,
মেঘেদের কথা শোনো আজ রাতে…………….

আজ হঠাত করে খুঁজে পাই,
আমার হাতে হাত,
শেষ বিকেলের কনে দেখা আলোয় ,
দেখি তোমায়

নিঃস্ব জীবনে গোধুলির মাঝে
তোমায় নিয়ে বাঁচা,
দুঃখগুলো দূরে ঠেলে,
পাইযে নতুন আশা ।

চল যাই আকাশে , তারাদের সাথে,
তারাদের কথা শোনো
আজ রাতে……………………

৭৪৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “একটা অপচেষ্টা ।”

মওন্তব্য করুন : তন্ময় (২০০৬-২০১২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।