একটি কিশোর ও তার ভালবাসা

“ভালবাসি” এই কথাটিতে আজ আর কোন দ্বিধা নাই
“ভাললাগে” এই শব্দের সাথে আজ আর কোন দ্বন্দ নাই,
এই বিস্তৃত নীল আকাশের নিচে দাড়িয়ে
এক সাধারন কিশোর ভাবে শুধু ভাল লাগার কথা,
কোন দ্বন্দ্ব নাই…….
তোমার চোখের মাঝে অপলক তাকিয়ে থাকে সে
বোঝাতে চায় তার ভালবাসার প্রগাঢ়তা
কোন দ্বিধা নাই……

অতপর…..কিশোর
বহুদিনের যত্নে লালিত আবেগ উন্মোচিত করল,
তারপর প্রকাশ করল
চুড়ান্ত আবেগের সেই কথাটি….

“মেয়ে তোমায় আমি ভালবাসি
সত্যি বলছি খুব ভালবাসি”
কিশোর দ্বিধায় ছিল
কিশোর দ্বন্দে ছিল
ছিল কিছু শঙ্কা,

অতঃপর সে পেয়ে গেল মৌন সম্মতি
লাজুক মিষ্টি হাসির ধারায়…………
হঠাৎ কোথায় যেন উবে গেল
দ্বিধা দ্বন্দ শঙ্কা,
ক্ষনিকের নীরবতা…………..

অতঃপর,
বিস্মৃত গগনের দিকে দুহাত মেলে
কিশোর চিৎকার করে বলে উঠল…..

“আমি তোমায় ভালবাসি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তোমায় ভালবাসি
অনেক অনেক ভালবাসি ।”

আজ আর কোন দ্বিধা নাই,
আজ আর কোন দ্বন্দ নেই,
নেই কোন লজ্জা
নেই কোন ভয়,
এ যেন বধিরের শব্দ ফিরে পাওয়ার আনন্দ,
এ যেন পরাধীনতার শৃঙ্খ্ল ভাঙ্গার আদিম উল্লাস,
এ যেন দৃষ্টিহীনের পৃথিবীর আলো দেখার প্রথম সাধ,
এ যেন পাহাড়ি ঝর্ণা পেল খুঁজে চলার ঠিকানা ।

৫০১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “একটি কিশোর ও তার ভালবাসা”

মওন্তব্য করুন : তন্ময় (২০০৬-২০১২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।