৮ নভেম্বর ২০০১: ঠিক ৮ বছর আগে যেভাবে শুরু হয়েছিলো . . .

৮ নভেম্বর ২০০১ জীবনে ভীষণ আনন্দময় একটা দিন প্রেরণা’র জীবনে। রুমি নামের একটা ছেলে সেল ফোনের নম্বরটা দিয়ে বললো, ‘কোন অপরিচিত মেয়েকে আমি নম্বরটা দেই না। তবে আপনার কাছ থেকে একটা কল আশা করবো।’

Rumi-and-Rona
কোন কথাটা বেশি প্রযোজ্য- ‘মোস্ট ওয়ান্টেড’ নাকি ‘হিডেন’?

এরপর প্রতিদিনের কথা বলা, মাঝে মাঝে দেখা করা থেকে আজ দীর্ঘ ৮ বছর পর তারা এত কাছের মানুষ যে, যতক্ষণ পর্যন্ত প্রেরণা বেঁচে রবে, ততক্ষণ পর্যন্ত গর্ব করে পরিচয় দিবে, ‘আমি মিসেস মেজর তানভীর।’ আমি জানি, রুমি তার রণা’র জন্য সৃষ্টিকর্তার কাছে অপেক্ষা করছে- অন্তত আর নোংরা কোন অপশক্তি সেখান থেকে কক্ষনো আলাদা করতে পারবে না তাদেরকে।

4th-Re-union-in-CCC
রণা’র কথা, ‘আমি তো একজন ফেরেস্তার সাথে বসবাস করেছি।’

প্রেরণা বিশ্বাস করে, রুমি সব সময় তার কাছেই থাকে, শুধু সৃষ্টিকর্তা তাকে রুমিকে দেখার শক্তিটাকে দেন নাই।

২,৫০০ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “৮ নভেম্বর ২০০১: ঠিক ৮ বছর আগে যেভাবে শুরু হয়েছিলো . . .”

মওন্তব্য করুন : সাকেব (মকক) (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।