বৃষ্টি ও মেঘমালা (গান)

ধরি কোনো সোনারোদ বিকেলে
মেঘ করেছে তোমার পিছু ধাওয়া
পালাবার পথ খোঁজ তুমি
মেঘ পাঠালে বসন খোলা হাওয়া
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া

রোদের মাঝে মেঘের ছায়া
সে ও তোমার ভাল লাগে
তবু মেঘে জল আছে তাই
ধুসর মেঘও কালো লাগে
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া

তবু মেঘের বৃষ্টি এলে
তুমি মাথায় ছাতা তোল
মেঘ হয়েই ভাল ছিলাম
বৃষ্টি হয়ে লাভ কি হোল
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া

১,৬২০ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “বৃষ্টি ও মেঘমালা (গান)”

  1. @ফয়েজ ভাই
    বস দেন, টিটোরে শক্ত কইরা মাইর দেন। কিরম ফাযিল চিন্তা করছেন? কয়-
    ধরি কোনো সোনারোদ বিকেলে
    মেঘ করেছে তোমার পিছু ধাওয়া

    আমরা মনে হয় কিছু বুঝি না। 😉 😉

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।