এক ডজন অনুকাব্য, একটা কম


যাবে যাবে করেও
যায়না তবু বশ করা
আমি বলি ভালবাসি
তুমি ভাব মশকরা


মন কেড়েছে উরমিলাই
ওর গানে তাই সুরমিলাই


যুবক বয়েসে মন থাকেনা তো ঘরে
কে জানে কখন কার ডাক পরে


মেঘ হতে চায় মন
তুমি চিল হয়ে,ওড়ো যখন


বোন আমার খালাত
ভিষণ রকম জ্বালাত
দুপুরবেলা আমায় নিয়ে
আম বাগানে পালাত


আগুন দেখে পতঙ্গ
চারদিকেতে ঘোরে,
আমি ছাড়া আর কেউ
আগুনে না পোড়ে!


পাছে লোকে কিছু বলে
যখন সুন্দরী একলা চলে


প্রেম পত্র
দিয়েছিলাম পৃষ্ঠাচার
জবাব এলো
শিখতে হবে শিষ্ঠাচার


কবিতাকে খুব করে
ভালবাসে কাব্য
তাহাদের ভালবাসায়
জীবন নদী নাব্য

১০
ভর দুপুর বেলা
ভুতে মারে ঢেলা
আমাদের কি দোষ বল
লিটনের ফ্লাটে চলো

১১
স্বামী এলে এখন তুমি
ঘরে দাও ছিটকিনি
ভুল করে এখন আমি
মাথা খোরার ইট কিনি

৪,২৩১ বার দেখা হয়েছে

৫২ টি মন্তব্য : “এক ডজন অনুকাব্য, একটা কম”

  1. তৌফিক (৯৬-০২)

    তওবা ওস্তাগফিরুল্লাহা মিন কুল্লে জাম্বেও ওতুবি ইলাইহি লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লা হি আলিউওল আযিম (ভুল হইলে আল্লাহ মাফ করবো)

    এইরকম অশ্লীলতায় ভরপুর পোস্টের জন্য টিটো ভাইকে :gulli: ওয়ালা :salute:

    একন বলুনতো দাদা, কোবতেগুলো কি নিজের জীবন থেকে লিকেচেন?

    জবাব দিন
  2. ১.পরম
    ২.নরম
    ৩.চরম
    ৪.সেরম (সেই রকম)
    ৫.গরম
    ৬.টেরম টেরম
    ৭.পুরা পাঙ্খা
    ৮.দুরন্ত
    ৯.'কবিতা' আর 'কাব্য' যদি মানুষের নাম হয় তাইলে পুরা মাখন
    ১০. ওরে খাইস্টা রে...।
    ১১. ওরে না রে !!

    জবাব দিন
  3. আহ্সান (৮৮-৯৪)

    টিটো মিয়ার কবিতা
    পইড়া পাগল ববিতা
    অঞ্জু ঘোষ মুচকি হাসে
    সুচরিতা কাছে আসে
    রোজিনা হয় দিওয়ানা
    চিঠি লেখে শাবানা
    দোয়েল বলে তুমি মোর
    নতুন বলে মন চোর
    চম্পা এসে ধরে হাত
    টিটো মিয়া কুপোকাত

    টিটো মিয়া কুপোকাত হও আর যা-ই হও, আরো এইরকম কবিতা কিন্তু আমাদের জন্য লিখতে হবে...।।

    সবগুলা কবিতাই জটিল হইছে...এক্কেবারে :gulli:

    জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।