১।৪।১।৬

১.
দারুণ চৈত্রের দিন। আগুন ঝড়ছে খুব। এমন দিনে গরু হারালে বউকেও মা বলে ভ্রম হয়। ছেলেকে মনে হয় ভাই। আমার কিছুই হারায়নি। তবু কেমন আউলা লাগে নিজেকে। ইচ্ছ করে মহিষের মত একডোবা কাদাজলে শরীরখানা এলিয়ে দেই। কেবল চোখ দুখানা খুলে ইতস্তত দেখব কখন আকাশে মেঘ করেছে। কখন ঝড় নামবে। হোকনা চৈত্রের ঝড়। তবু তাকে কাল বৈশাখি বলে ডাকতে ক্ষতি কি! গরু না হারালেও আমি তো আউলা হয়েই আছি। আমি যা ইচ্ছে তাই বলব..

৪.
গতকাল থেকে নতুন অফিসে যোগ দিলাম। আই পজেটিভ। ইমপ্রেস গ্রুপের নতুন প্রযেক্ট। তাদের মিডিয়ায় সব থাকবে এ্যাডফার্ম না থাকলে কি চলে?? পোস্ট সেই কপি রাইটার। এক একটা প্রোডাক্ট আসবে। তা নিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে কিছু আইডিয়া করব। তারপর লিখে ফেলব ছোট ছড়া, কবিতা কিংবা গল্প। গরমে সব মাঙ্গের পোলা…ভাল থাকে কোকা কোলা..এইসব আর কি।

ভাল ব্যাপার এই যে, এখানে অনেক সুবিধা। সকালে একটা টাইম থাকলেও বেতন কাটার ভয় নেই। অতি প্রত্যাশিত দুদিন ছুটি…বেশি বেতন..তারুণ্যে ভরা দারুণ পরিবেশ। ডিজাইনে খুব কাছের এক বন্ধু আছে। ক্রিয়েটিভ হেড ককক র তৌফিক ভাই। অফিস শেষ হলেও কারো যেন বাসায় যাবার তাড়া নেই। চলে এন এফ এস আন্ডারগ্রাউন্ড কম্পিটিশান। ভাল কোন পর্ণ পেলেও সবাই উদার মনে একে অপরকে বিলায়। তাই নিয়ে হাসাহাসিও চলে খুব। হঠাৎ কি হয় সবাই নাক ডুবে কাজে লেগে যায। বোঝা কঠিন হয়ে পড়ে এটা কোন এ্যাডফার্ম নাকি নাসা। বেশ লাগছে…

আরো ভাল লাগছে এই ভেবে যে, এখন থেকে নিয়মিত লিখতে পারব সিসিবি তে। আগের অফিসটায় লোভনীয় কিছু ক্লায়েন্ট ছিল ম্যাগি, সনি এরিকসন, ডানো, পি এন্ড জির মত। তবু এরা পুরোনো কিছু কম্পিউটার দিয়ে তাদের আটকে রেখেছে। আমার হত ঝামেলা। একটা লেখা লিখতাম আর অক্ষর ভেসে উঠত ৪-৫ সেকেন্ড পর। এভাবে কি লেখা যায়?? না যায় কমেন্ট করাও……যাক এসব থেকে বাঁচলাম

আজ একটা পার্টি আছে। আমাদের ব্যাচের রিফাত এবং শরীফ বাইরে থেকে এসেছে। ওরাই আয়োজক। কি মজা!!!! :party: একটা পার্টি যেখানে নিজের গাট থেকে একটা পয়সাও খরচ হয়না সেটা যে পার্টির চেয়েও বেশি কিছু O:-)

১.
বিদ্যুতের অভাবে পাগল হয়ে যাচ্ছি। আমার এসির অভ্যাস নেই তাই বলে হাত পাখারও অভ্যাস নেই। চাই সারাক্ষণ স্বল্পমাত্রার বিদ্যুত যাতে অন্তত বাল্ব না জ্বলুক, সিলিং পাখাটা চলুক। অন্যথায় প্রধানমন্ত্রীর বাসার বিদ্যুতের তার চুরি হোক…

৬.
মনটা ভালই আছে। করবী আর আমার অফিস টাইম আলাদা এখন। কাজেই বেরও হই আলাদা। দ্বিতীয় দিনের স্বাধীনতার নিদর্শন স্বরূপ আজ বাসে এক দারুণ রূপবতীর সাথে ভাব করে ফেললাম। কি ভাবে কি করলাম জানি না তবে তার দারুণ করে শাড়ি পড়াটা যে আমার মধ্যে তীব্র ইচ্ছা তৈরী করেছিল এ কথা হলফ করে বলতে পারি। সাউদ ইস্টে পড়ে। বাসা আমার বাসার কাছেই।
আমরা এক পাড়াতেই থাকি …
আমাদের এই একটিমাত্র মিল
রবিগুরু কবিন্দ্রনাথ ক্ষমা কর..ভুলে গ্যাছি..
তবে সুন্দরী আমার কার্ড নিয়েছে..এখন অপেক্ষা ফোনের কিংবা আরো একদিন বাসের সহযাত্রী হওয়ার… 😕 😕 😕

আশা করছি লেখাটা করবী দেখবে না। ওকে যে ভয় পাই ব্যাপারটা সেরকম নয়। আসলে আন্ডারস্টান্ডিং…কম্প্রোমাইজ….ব্লা ব্লা 😉 😉

সামনে লাবলু ভাইয়ের অফিসে সিসিবির গেট টুগেদার। আমার মত সবাই নিশ্চই ব্যাপক আনন্দেই আছে..

আনন্দের আরো কারণ কাল একটা ছুটির দিন

হ্যা। চৈত্রের দিন শেষ

কাল পহেলা বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ হোক ১৪১৬। নব আনন্দে জাগুক……..

৩,০২৩ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “১।৪।১।৬”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    আরে টিটো, লেখা তো পুরা মারদাংগা হইছে। আমার তো তোমার খুশি দেইখ্যা নাচতে ইচ্ছা করতাছে , তা ধিন ধিন তা , মেরে কেটে তিন তা ............ :tuski: :tuski:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)
    আমরা এক পাড়াতেই থাকি …
    আমাদের এই একটিমাত্র মিল
    রবিগুরু কবিন্দ্রনাথ ক্ষমা কর..ভুলে গ্যাছি..
    তবে সুন্দরী আমার কার্ড নিয়েছে..এখন অপেক্ষা ফোনের কিংবা আরো একদিন বাসের সহযাত্রী হওয়ার…

    কি আশ্চর্য এই কবিতা দুদিন আগেই পড়লাম। তবে এখানে একদম মিলে গুরুর ক্যামেলিয়া কবিতার সাথে।

    মনে মনে ভাবি আর কোন সম্বন্ধ না থাক
    ও তো আমার সহযাত্রিণী

    ভাইয়া অসাধারণ লেখা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

    জবাব দিন
  3. আলম (৯৭--০৩)
    অফিস শেষ হলেও কারো যেন বাসায় যাবার তাড়া নেই। চলে এন এফ এস আন্ডারগ্রাউন্ড কম্পিটিশান। ভাল কোন পর্ন পেলেও সবাই উদার মনে একে অপরকে বিলায়। তাই নিয়ে হাসাহাসিও চলে খুব। হঠাত কি হয় সবাই নাক ডুবে কাজে লেগে যায
    স্বাধীনতার নিদর্শন সরূপ আজ বাসে এক দারুণ রূপবতীর সাথে ভাব করে ফেললাম। কি ভাবে করলাম জানি না তবে তার দারুণ করে শাড়ি পড়াটা যে আমার মধ্যে তীব্র ইচ্ছা তৈরী করেছিল এ কথা হলফ করে বলতে পারি।

    করবী ভাবী, সাউথইস্টের আপু, আপনি, আপনার কলিগেরা
    এবং সিসিবির সবাইকেঃ
    শুভ নববর্ষ। :party:

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    অনেকদিন পর সিসিবিতে টিটোর জমজমাট লেখা। :thumbup:
    নতুন লেখায় নতুন করে প্রত্যাবর্তনের শুভেচ্ছা। :clap:
    নতুন চাকরির শুভেচ্ছা। (কাল মিষ্টি নিয়া আসিস)
    নতুন বঊ, থুক্কু্‌, নতুন মেয়ে কলিগের শুভেচ্ছা। ( ;;; )
    নতুন বছরের শুভেচ্ছা। :awesome:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. রাশেদ (৯৯-০৫)

    আপ্নেরে শুভেচ্ছা নাম্বার ১৪১৬ 😀
    লেখা সিরাম লাগছে 🙂
    বাসে যে কেন কার সাথে দেখা হয় না 🙁
    এইবার তাইলে সিসিবি আপনার লেখায় ভরে যাচ্ছে 😀


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমি আর বাসে চড়িনা কেন? x-( x-( x-(

    সাঁতার শুরু করছি। বয়সটা কমে যাচ্ছে!! এইবার বাসে চড়াও শুরু করমু। 😀

    শুভ নববর্ষ সবাইকে। B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    টিটো ভাই 😀 😀 শুভ নববর্ষ।
    আশা করি নতুন বছর নতুন নতুন :just: কলিগ আর :just: বাসবন্ধু নিয়ে মহানন্দে কাটবে 😛 ।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • টিটো রহমান (৯৪-০০)

      আর কইস না...দেশের হালচাল োরা ভুইলা গ্যাছে মনে হয়...
      শুনলাম পার্টিতে গান গাইব মিথিলা....গেলাম....দেখি হস্তি সদৃশ এক মেয়ে নাম নাকি মিথিলা...
      পোলাপান এতই হতাশ...যে কলেজে তপুর অনেক অত্যাচার সহ্য করেও আবার তারে গান গাইতে কইল....


      আপনারে আমি খুঁজিয়া বেড়াই

      জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।