হাফ ডজন অনুকাব্য (এক্টা বেশিও না এক্টা কমও না)

হাত মোটেই নিশপিশ করছিলো না লেখার জন্য। কিন্তু মেল্যা দিন কোনো লেখাটেখা দেই নাই । এমনকি এইখানেও দেখা দেই নাই। হয় না……হয় না……….। সিসিবির আজকের অবস্থা দেইখা কিছু অনুকাব্য লিখে ফেললাম। আহা! কত্তদিন লেখি না………………..কত্তদিন………না…আআআআআআ। ‍…আগে দেখেছি অনুকাব্যের বাজার ভালু। লেখাও যায় তার্তারি। বিশিষ্ট পাঠককুল বয়স কম হইলে চুপিচুপি পইড়া নিবেন। বয়স বেশি হইলে জোরেও পড়তে পারেন। আর বয়স যাদের অনেক বেশি কিন্তু মনে তরুণ 😕 তারা যা খুশি তাই করতে পারেন। তবে নারী জাতি এই পোস্টে নিষিদ্ধ(এর আগে এরা পড়ছে কিনা জানিনা কারণ তাদের কারো মন্তব্য নাই। মনে হয় লজ্জাইছে।তাই না পড়াই ভালু :grr: :grr: :grr: )।
যা হোক অনুকাব্যের সবাই খালি ভুল অর্থ চিন্তা করে তাই এবারো বোঝার সুবিধার্থে সঠিক ও নির্ভুল অর্থ সহ । অনুকাব্যগুলো সবই নিজের । জাস্ট শেয়ার করা আরকি…..।


ইস! মামায় চাল্লু কি
পোষ মানায় ভাল্লুকি
.
.
.
অর্থ: মামায় টারজান…………জেন আপায় তার জান

২.
দাদায় থাকেন সৌদি
অন্ধকারে, বন্ধঘরে
মিস্কল মারেন বৌদি
.
.
.
অর্থ: মিস্কল মারা বৌদির স্বভাব। মোবাইল পাইলেই হইল। বিয়ার আগেও একটু আধটু মারছেন

৩.
বুঝস না! কি চাই?
বিছানা ক্যান বিছাই
.
.
.
অর্থ: জাস্ট ঘুমাইতে চাই

৪.
আমাদের পাপিয়া
কি জানি মাপিয়া
ওঠে ক্যান কাঁপিয়া
.
.
.
অর্থ: পাপিয়া জামা বানাইছে কিন্তু মাপে ঠিক হয় নাই তাই দুৎখে কানতাছে আর কাঁপতাছে।

৫.
প্রেমে আছি, ছ্যাকায় নাই
সোজা আছি, ব্যাকায় নাই
.
.
.
অর্থ: ব্যাকাই ছ্যাকা খাওয়ার প্রধান কারণ

৬.
নাগিনী ভালবাসে সে রকম নাগ
দিনে কুমির যে, রাতে হয় বাঘ
.
.
.
অর্থ: তবে কুমির বেশিরভাগ সময়ই পানিতে থাকে। খুব কম সময়ই সে উপরে(ডাঙ্গায়) ওঠার সুযোগ পায়

৫,১৫০ বার দেখা হয়েছে

৭০ টি মন্তব্য : “হাফ ডজন অনুকাব্য (এক্টা বেশিও না এক্টা কমও না)”

  1. তাইফুর (৯২-৯৮)
    দাদায় থাকেন সৌদি
    অন্ধকারে, বন্ধঘরে
    মিস্কল মারেন বৌদি

    বৌদি'র নম্বরটা দিয়া দিস ...
    পোলাপিনের কাজে আসবে


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    টিটো ভাই, আপনার সাথে আমার চিন্তাধারার ব্যাপক মিল... 😀
    অনুকাব্য পড়ে যা বুঝেছি, অর্থ মিলিয়ে দেখি একেবারে সেইম ঠু সেইম... B-) O:-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    টিটো,
    প্রফাইল পিক'এ একটা বল কেন ??
    আরেকটা বল কই গেল ?? ঝাতি ঝান্তে চায়। (সম্পাদিত)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. আহসানুল ময়েজ

    দোস্ত সিরাম মজা... আইএসএসবি দিতে গিয়া ৪ দিনের কথা মনে পড়লো
    তুই মনে হয় ওখানে মেইন ভোকাল ছিলি...

    একেবারে
    আন্ধার রাইতে নিভলো বাতি হইলো অন্ধকার
    ব..... ত... হা... উ... দু.. পা.... যেন ময়দার বস্তা।

    বন্ধু আমি জানি এটা তুই নতুন সেন্সর রুপ দিবি। 😛


    আহসানুল ময়েজ

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।