এক ডজন অনুকাব্য (পুরা)

হাত নিশপিশ করছিলো লেখার জন্য। কিন্তু গত কিছুদিন ঝড় গেছে মোটামুটি। হ, কক্সবাজার গেছিলাম। ব্যাপক ঝড় বৃষ্টি ছিলো। ৩ নম্বর সতর্ক সংকেত। ফিরে এসে আজ একটু ফ্রী হলাম। তাই এটাকে কামব্যাক পোস্ট বলা যেতে পারে(এক চাপাবাজি আর কয়বার করা যায়, তয় মুসলমানের এক কথা)। কয়েকটা গল্প ভেবে রেখেছি(এটাও একটা গল্প)। আগামী কিছুদিনে লিখে ফেলব আশা করি। আপাতত অনুকাব্য…আগে দেখেছি অনুকাব্যের সবাই খালি ভুল অর্থ চিন্তা করে তাই এবার বোঝার সুবিধার্থে সঠিক ও নির্ভুল অর্থ সহ 😕 । অনুকাব্যগুলো কিছু নিজের কিছু অন্যের। জাস্ট শেয়ার করা আরকি…..। :grr: :grr:

১.
আমাদের তাইফুর এ
কোচিং করে সাইফুর এ
মেযে নিয়া ব্যস্ত থাকে
হিংসায় আমি যাই পুড়ে
.
.
.
অর্থ: আমাদের তাইফুর ভাই না। এক নামে তো কত মানুষই আছে!

২.
ছেলে খোঁজে চিপা চাপার
সাইবার ক্যাফে
মেয়ে খোঁজে নামি দামি
খাইবার ক্যাফে
.
.
.
অর্থ: সকল খাইবার ক্যাফেতে সাইবার ব্যবস্থা নাও থাকতে পারে তবে সকল সাইবার ক্যাফেতে খাইবার ব্যবস্থা আছে

৩.
তুমি জানো রুবাবা
ভাসাবা না ডুবাবা
.
.
.
অর্থ: তানভীর, রবিনদের রুবাবা না। এক নামে তো কত মানুষই আছে! এখানো সুইমিং ইন্সট্র্যাক্টর রুবাবার কথা বলা হয়েছে

৪.
চোখ যেন ঠিক তার টাঙ্গাইলের চমচম
দেখতে বারণ তাই দেখি আমি কম কম
সেটাই আমার কাছে ঝিকিঝিকি পম পম
.
.
.
অর্থ: বুরখা পরা মেয়ে পাগল করেচে…

৫.
বউ আমার বিউটি
‍ভীষণ রকম কিউটি
সেটাকে রক্ষা করাই
এখন আমার ডিউটি
.
.
.
অর্থ: বিবাহিত পুরুষ মানেই টায়ার্ড ….এবং বেতনহীন বডিগার্ড

৬.
বিয়ে যখন হয়নি পাড়ার
মে’গুলার
তাদের বাসায় যেতাম তখন
রেগুলার
‍.
.
.
অর্থ: টিউশানির কাজে

৭.
সুমুতে আর মুমুতে
দেয়না মোটে ঘুমুতে
মোবাইলটা নষ্ট হলো
চুমুতে আর চুমুতে
‍.
.
.
অর্থ: একই মোবাইল দুজন হাত বদল করে ব্যবহার করে

৮.
এক বিছানায় দু’জন যখন আটে না
একজন খাটে থাকে একজন খাটে না
তখন মনে হয় এ রাত কেন কাটে না
‍.
.
.
অর্থ: মোটা হয়ে যাচ্ছে মন, মোটা মোটা ভাবনা সে ভাবতে শিখছে এখন…

৯.
ও বগা তুই খাস কি
পান্তা ভাত চাস কি
পান্তা আমি খাই না
বগী টগী পাই না
একটা দুটা পাই
অমনি ধরে
গাপুস গুপুস খাই
‍.
.
.
অর্থ: বগা মানে বগাই…. মানুষও না, মানুষের নামও না

১০.
…………..সুমাইয়া
ফোন করে যাই ধুমাইয়া
তুমি থাকো ঘুমাইয়া
আমার রাত কেটে যায়
বালিশটারে চুমাইয়া
‍.
.
.
অর্থ: যার কেউ নাই…………….তার বালিশ আছে

১১.
মেয়েটা যে হট কম
ছেলেদের তাই জট কম
একমাত্র ভরসা তার
বিবাহ ডট কম
‍.
.
.
অর্থ: ধুর এইটা কিছু হইল না….মেয়েরা কি হটপট…. যে হট থাকবো সব সময়…

১২.
এসো তবে, কাঁপাই এবং কাঁপি
দুজনে হই, একই পাপের পাপী

‍.
.
.
অর্থ: আমার কাছে নোট আছে….চলো পড়তে যাই :tuski:

৭,৮৫৯ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “এক ডজন অনুকাব্য (পুরা)”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    টিটো ভাই রকায়,
    আপা এবং ভাইয়াতে
    চিপা চাপায় কাঁপায়....

    অর্থঃ সাইবার ক্যাফের চিপাতে আপু এবং ভাইয়া মিলে টিটো ভাইয়ের অনুকাব্য পড়ে হাসতে হাসতে বুথ কাঁপাচ্ছে :grr:

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    তুই শালা মানুষ না ...
    ম্যালা দিন পর গড়াইয়া গুড়াইয়া হাস্লাম ...

    (তুই চিপায় চাপায় দিয়া কাব্য করলেই আমার ট, ঠ, ড, ঢ নিয়া শংকা শুরু হয়)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. মইনুল (১৯৯২-১৯৯৮)
    চোখ যেন ঠিক তার টাঙ্গাইলের চমচম
    দেখতে বারণ তাই দেখি আমি কম কম
    সেটাই আমার কাছে ঝিকিঝিকি পম পম
    .
    .
    .
    অর্থ: বুরখা পরা মেয়ে পাগল করেচে…

    :shy: :shy: :shy: আমাকেও ...

    জবাব দিন

মওন্তব্য করুন : সাকেব (মকক) (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।