কেউ বলবেন কি, ‘গার্লফ্রেন্ড’ কাকে বলে??

জিজ্ঞাসাঃ
‘ফ্রেন্ড’ কাকে বলে তা মোটামুটি জানি। কিন্তু ‘গার্লফ্রেন্ড’ বা ‘বয়ফ্রেন্ড’ বলতে কী বোঝায়… পরিষ্কার জানিনা।
এতদিন আমার ধারনা ছিলঃ ছেলেদের জন্য তার যতো মেয়েবন্ধু আছে, সবাই হলো গার্লফ্রেন্ড; আর মেয়েদের ক্ষেত্রে ছেলেবন্ধুরা সবাই তার বয়ফ্রেন্ড। মানে, বন্ধু বলতে কোনো singular numberএর ধারনা আমার ছিলনা।… কিন্তু ইদানিং হঠাৎ করেই আমার মাথায় এই জিজ্ঞাসার উদয় হলো, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড বলতে কোনো নির্দিষ্ট কাউকে বোঝায়! আসলে ব্যাপারটা কি? শব্দটাকে কি আক্ষরিক অনুবাদ করতে হয় নাকি ভাবানুবাদ করা লাগে? What has to exist between you and a woman for her to be classified as your girlfriend? এই অধমকে কেউ যদি একটু বুঝিয়ে দিতেন। 😉

অভিজ্ঞতাঃ
আমার মেয়েবন্ধু নেই বললেই চলে, মেয়েদের সাথে বেশি মেশাও হয়না। ক্যাডেট থেকে বেরুবার পর দু-একজনের সাথে টুকিটাকি হয়েছে, তারপর ইন্টারনেট জগতে প্রবেশের পর অস্পৃশ্য কিছু মেয়েবন্ধু পেয়েছি, এদের সাথে দূরে বসে চ্যাটিং হয়… ব্যস এতটুকুই। 😛
রিসেন্টলি একজনের সাথে চ্যাটিং হচ্ছিলো; ওর সেদিন খুব মন খারাপ; ঘাটাঘাটির পর জানা গেল “ওর বয়ফ্রেন্ড মারা গেছে” (খুলনায় রোড এক্‌সিডেন্টে)। ভাল কথা, আমি ওকে বুঝালামঃ মন খারাপ করোনা, আল্লাহর কাছে দোয়া করো, তোমারতো আরো বয়ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে বাঁচো… বেশি আফসোস করে নিজের ক্ষতি করোনা… ইত্যাদি। ওপাশ থেকে মেয়েটি অবাক হয়েছে কিনা জানিনা। আমি হাঁদারাম, তখনো জানিনা যে, আমিসহ অন্যরা হলো ওর :just: ফ্রেন্ড, মাগার ‘বয়ফ্রেন্ড’ না। :bash:

পর্যালোচনাঃ
এরপর কয়েকদিন চলে যাবার পর আমার মাথায় হঠাৎ এই শব্দটা নিয়ে চিন্তা উঁকি দিল, বোধহয় “হাউসফুলের” মিশুর মুখে গার্লফ্রেন্ড উচ্চারন শুনে। ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া শুরু করলাম। প্রথমেই রুমমেটকে জিজ্ঞেস করলাম, ফ্রেন্ড-বয়ফ্রেন্ডের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। ও যা বললো, আমারতো আক্কেলগুড়ুম। যাদের সাথে শারীরিক সম্পর্ক করা হয়/করা যায়/সম্মতি থাকে, তাদেরকে নাকি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলে; এর বাইরে বাকি সবাই হচ্ছে “শুধুই বন্ধু”! তবে সে স্বীকার করেছে, এই সংজ্ঞায় পূর্ব-পশ্চিমের মতান্তর থাকতে পারে।
;;)
আমি এ-জাতীয় যত নাটক-সিনেমা আগে দেখেছি (অথচ কখনো এভাবে লক্ষ্যই করিনি) সেগুলো খুলে নিয়ে বসলাম। সরোয়ার ফারুকী ভাইয়ের “ফার্স্ট ডেট্‌” রিভাইস দিলামঃ হুম্‌ ঘটনা আসলে এরকমই। এরপর ইমরান হাশমীর “জান্নাতে” গেলামঃ সেখানেও তিনি ‘গার্লফ্রেন্ডের’ সাথে দঃ আফ্রিকায় লিভ টুগেদার করছেন, বিয়ের জন্য বারবার আংটি পরাতে যান আর যেকোন একটা বাধা সামনে এসে দাঁড়ায়।
… তার মানে কি, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড তারাই, যারা উভয়ের সম্মতিতে সেক্স করতে পারে? বা আরেকটু কম করে এভাবে বলা যায়, যারা পরষ্পরে বিয়ে করবে বলে দৃঢ়প্রতিজ্ঞ? বা আরো সহনশীলভাবে বলা যায়, “partner” যাদের মাঝে হাত ধরাধরির মতো স্বাভাবিক শারীরিক সম্পর্ক হতে পারে?

অনুশোচনাঃ
প্রায় ২৫টি দীর্ঘ বছর পেরিয়ে এসেও এই বয়সের স্বাভাবিক একটা জিনিসই জানলাম না! :dreamy: সারা জিন্দেগী শুধু পাঠ্যবই পইড়া গেলাম, বন্ধু চিনলাম না, বন্ধুর প্রকারভেদ বুঝলাম না। ধিক্কার আমাকে… :chup:
হায়রে, কত কী যে শেখার বাকি!! যাই, কামরুল ভাইয়ের সাথে ট্রেনের লাইনে দাঁড়াইঃ সুইসাইড কইরা আসি।

৯,৩৫৩ বার দেখা হয়েছে

৭০ টি মন্তব্য : “কেউ বলবেন কি, ‘গার্লফ্রেন্ড’ কাকে বলে??”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমার মতে গার্লফ্রেন্ড বলতে যার সাথে রোমান্টিক সম্পর্ক আছে এমন কাউকে বোঝানো যেতে পারে।শুধু শারীরিক সম্পর্কের ব্যাখ্যাটা এখানে খাটবেনা কেননা পাশ্চাত্যে(কোন কোন ক্ষেত্রে আমাদের দেশেও) "ওয়ান নাইট স্ট্যান্ড"বলে একটা বিষয় আছে যেখানে পাত্র-পাত্রী আকস্মিকভাবে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে মাত্র একবারের জন্যে শারীরিকভাবে মিলিত হয়-পরবর্তীতে সাধারণত কোন যোগাযোগ থাকেনা।এক্ষেত্রে কিন্তু তারা পরস্পরের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়।

    অফ টপিক-এখন রোমান্টিক সম্পর্ক কি সেইটা জিজ্ঞাসা করলে বিপদে পরুম।সেক্স অর নো সেক্স,আমার কাছে রোমান্টিক সম্পর্ক বলতে বোঝায় পাত্র পাত্রী(এখনকার যুগে পাত্র-পাত্র বা পাত্রী পাত্রীও হতে পারে)যখন পরস্পরের প্রতি তীব্র আত্মিক আকর্ষণ বোধ করে এবং পরস্পরকে নিজ নিজ জীবন সঙ্গী/সঙ্গিনী হিসেবে চিন্তা করে-যা শারীরিক সম্পর্কে গড়াতে পারে আবার নাও পারে।রক্ষনশীল ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত বৈবাহিক বন্ধনের পরবর্তী সময়ে রোমান্টিক সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায়।

    বাই দা ওয়ে,আমি রক্ষনশীল কিনা খবরদার সেইটা কেই জিগাইবেন না--ইটস ঠু পার্সোনাল ইউ নো...(এন এস ইউ এ্যাকসেন্ট)

    জবাব দিন
  2. ফাহিম (৯০-৯৬)

    অনুশোচনাঃ
    প্রায় ২৫টি দীর্ঘ বছর পেরিয়ে এসেও এই বয়সের স্বাভাবিক একটা জিনিসই জানলাম না! সারা জিন্দেগী শুধু পাঠ্যবই পইড়া গেলাম, বন্ধু চিনলাম না, বন্ধুর প্রকারভেদ বুঝলাম না। ধিক্কার আমাকে…
    হায়রে, কত কী যে শেখার বাকি!! যাই, কামরুল ভাইয়ের সাথে ট্রেনের লাইনে দাঁড়াইঃ সুইসাইড কইরা আসি।

    :)) :)) :))

    জবাব দিন
  3. আলম (৯৭--০৩)

    মাস্ফ্যুর ব্যাখ্যা শোনার পর আরেকটা প্রশ্ন মাথায় আসল। এইবার সিরিয়াস। 😕

    আমি কি ওই মেয়েটার ব্যাপারে আরেকটু আগাবো? :shy: আপনাদের পরামর্শ চাইসিলাম আর কি। কারন, ওরতো "বয়ফ্রেন্ড" মারাই গ্যাসে! x-( মেয়েটা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, মেডিক্যালে পড়ে, বড়লোকের মেয়ে...। কী পরামর্শ আপনাদের? 😉

    জবাব দিন
  4. জাহিদ (১৯৮৯-৯৫)

    আমি আমার জুনিয়র গুলারে এই নিয়ে খেপাতাম। ওদের মতে, তোমার যে মহিলা বন্ধুগুলা শুধু বন্ধু, তারা হচ্ছে 'ফিমাইল ফ্রেন্ড'। মন খারাপ কইরো না, বিয়ের পরে যখন বউকে বলবা, 'নাহ, আমার কোন গার্লফ্রেন্ড ছিল না'। নিজেরে তখন ফেরেশতার মত মনে হবে। তবে যে যুগ পরেছে, বউ যদি বলে বসে,

    'ওহ তাই, আমার কিন্তু বাবা অনেক বয়ফ্রেন্ড ছিল'। তখন নিজের চুল ছিঁড়া ছাড়া আর গতি নাই! কিন্তু সবসময় ব্রাইট সাইডটাই দেখা ভাল! আর তোমারতো ডার্কসাইড দেখার সুযোগও নাই! (মজা করলাম)

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইয়ে মানে ইন্টারনেট পেরেম কিনা...আমি আমার ছোটো বোনকে একটা সহজ সূত্র শিখায় দিসি...মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে যেন কাউকে পছন্দ না করে...অধিকাংশ ক্ষেত্রে এইগুলা "ফেইক" হয়.. আর খালি মিথ্যা কথা বলে... এমনো হইতে পারে যে মাইয়া সিম্প্যাথি পাওনের জুন্যে কইছে যে আমার বি এফ মারা গেছে আমি বড় একা...(আসো শূণ্যস্থান পূরণ কর...)

    এইটা যদি হয় আলইম্মা তো তাইলে হিট!ওরে আলইম্মা, মাইয়া তোরে লাইক করে...তেরে তো ওয়াট লাগ গিয়া মামু... :clap:

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)
    ব্যপক নেট গবেষনা করে এই জিনিসটা জানতে পারসি।।

    😮 😮 😮


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।