ভালবাসি তোমাকে

(ফ্র্যান্ডশিপ ডে উপলক্ষ্যে জিহাদকে গিফট করা হলো এই কবিতাটা।)

ছিপছিপে তার বদনখানি
মিষ্টি কোমল মুখ
এরই মাঝে খুঁজে ফিরি
এক পলকের সুখ।

নীলাম্বরী শাড়ি পরে
সামনে যখন এলো
আকাশ থেকে নামলো পরী
আমার মনে হলো।
লজ্জাবতী লতার মতো
কুঁকড়ে গেল নিমিষে
ছুটে কোথায় পালাতে চায়
অধর ছুঁতেই গ্রীবাদেশে।

টেলিফোনের ওপার হতে
বললো যেদিন আমাকে,
মিষ্ট স্বরে গুণগুণিয়ে,
“ভালবাসি তোমাকে”,
আমি তখন আত্মহারা
যাই ছুটে দূর দিগন্তে,
গহীন বনে, ছন্নছাড়া;
সঙ্গে করে প্রিয়াকে।

২,১৪৭ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “ভালবাসি তোমাকে”

  1. জিহাদ (৯৯-০৫)

    যে মনেতে তৃষ্ণা অনেক
    বিষন্নতার সুর ছিল
    কাছে থেকেও তোমার আমার
    মধ্যে অনেক দুর ছিল।

    সেইটুকু পথ একলা হেঁটে
    আমার পাশে ঠাঁই নিলে
    যা চেয়েছি তোমায় দিতে
    মুখ বুজে ঠিক তাই নিলে।

    সাজলে ভোরের রঙ ছড়িয়ে
    কালচে রঙা রাত রেখে
    অাসলে তুমি হাসলে আমার
    হাতের ওপর হাত রেখে

    মগ্ন আমি আর কিছু নয়
    ঐ অপরুপ সৃষ্টিতে
    ভিজছে এ মন ইচ্ছেমতন
    বর্ষা রাতের বৃষ্টিতে।

    ** আলম ভাই, ............. (বলার কিছু পাচ্ছিনা।)
    ** এখন আশা করি আদনান ভাইয়ের পছন্দ হবে। 😉


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন

মওন্তব্য করুন : shahicadet_2062

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।