কমেন্ট পোস্ট

আরে ভাই, ১.৫ সপ্তাহ ধইরা রুমে নেট আছিলোনা। সিসিবিরে বড় মিস করতেছিলাম। ~x( আজকে যখন কানেকশন ঠিক হইলো, ঝাঁপাইয়া পড়লাম সিসিবির বুকে, ইচ্ছা চর্ব-চোষ্য-পেয়-লেহ্য সব ছিড়াবিড়া খাইয়া ফেলমু। 😕
কোথায় কি, একখান লেখা পইড়াই মাথামুথা খারাপ হইয়া গেল। :-B

আমার বন্ধুবর মাসরুফকে নিয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। নিচে আছে একগাদা সরস মন্তব্যের ঝুড়ি, বলা যায় কলম-যুদ্ধ, একদিকে জিহাদ-মাসরুফ-রিমঝিম অন্যদিকে আমরা সবাই। এমন একটা মজাদার+উদ্দীপক+বিনোদনমূলক সংলাপে জয়েন করতে না-পারাটা ভালো লাগলো না। 😉 তাই কেবল নিচে নামতে লাগলাম, মন্তব্য করতে চাই। 😛
কিন্তু না, মন্তব্য করবার পারলাম না। সিসিবির উর্ধাঙ্গ বাইয়া যতোই নিচে যাইতেছিলাম, উল্লাসে গা কাঁইপ্যা উঠতেছিলো, মাগার তৃপ্তিতে মাইত্যা যখন নিচে জায়গামত পৌঁছাইলাম, গর্ত পাইলাম না। ;;) কমেন্ট বক্স বন্ধ কইরা দিসে। :dreamy: এখন? আমার উত্তেজনা পুরা হইব কেমনে? আমি যে ‘সক্ষমতার পরীক্ষা’ দিতে চাইসিলাম!! :bash:

যাউক, ব্যাপার না। এইখানে কমেন্ট লিখিঃ
“বন্ধু মাসফু, এমন পোজ দেয়া ছবি জীবনেত কম দেখি নাই। এইটা আমার দেখা শ্রেষ্ঠ পোজ বলতে পারি। :clap: কারো বিশ্বাস না-হয় ‘আফামনির’ ফেসিয়াল এক্সপ্রেশনটা একটু খেয়াল করেন। না-বলা কতো কথা তার সেই চাহনিতে! ;)) আমিতো নিষ্পলক তাকিয়ে ছিলাম ছবিটার দিকে। Welldone dude.” :gulti:

(বাকি ভাইদের উদ্দেশ্যেঃ উপরের লেখায় কোনো অশ্লীল বা বেফাঁস কথা mean হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)

৫,২০৫ বার দেখা হয়েছে

৬১ টি মন্তব্য : “কমেন্ট পোস্ট”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    পুরান জিনিস আবার মনে করাইয়া দিলেন। আবার তো এইখানে কমেন্ট শুরু হইয়া জাইবে 😉 😉 😉


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. আলম (৯৭--০৩)
    না-বলা কতো কথা তার সেই চাহনিতে! আমিতো নিষ্পলক তাকিয়ে ছিলাম ছবিটার দিকে।

    কোনো একসময় হাদীসে পড়সিলামঃ "পরস্ত্রীর দিকে চোখ পড়লে প্রথম দৃষ্টি তোমার নিজের, কিন্তু দ্বিতীয়বার তাকালে সেটা শয়তানের দৃষ্টি।"

    এইজন্য আমি ছবির আফামনির দিকে একদৃষ্টিতে তাকাইয়া নিসি, প্রথম দৃষ্টিটাই ছিল continuous ৫-১০ মিনিটের।
    কী যে যাদু মাখা ছিলো ছবিটায়!

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)
    পুরান জিনিস আবার মনে করাইয়া দিলেন। আবার তো এইখানে কমেন্ট শুরু হইয়া জাইবে
    এইজন্য আমি ছবির আফামনির দিকে একদৃষ্টিতে তাকাইয়া নিসি, প্রথম দৃষ্টিটাই ছিল continuous ৫-১০ মিনিটের।
    কী যে যাদু মাখা ছিলো ছবিটায়!

    :clap: :clap:

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    আলম, চরম একটা মিস করলা সময়মত কমেন্ট করতে না পাইরা।

    না-বলা কতো কথা তার সেই চাহনিতে!

    নাহ! এখনো কিছু শিখতে পারলাম না। যাই, মাসরুফের কাছ থেকে শিখে আসি! 😛

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)
    ইচ্ছা চর্ব-চোষ্য-পেয়-লেহ্য সব ছিড়াবিড়া খাইয়া ফেলমু।

    পাকিস্তানে বইসা তা কি আর তুমি বাদ রাখছ মামু?আমার সুপারভাইসার ফ্যাকাল্টি মেম্বার আধা পাকিস্তানি ,উনার কাছ থিকা শুঞ্ছি পাকিস্তানি মাইয়াগুলা বাঙ্গালি পোলাগো বড়ই "ভালা" পায় :))

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @সায়েদ ভাই, সিও আহসান ভাই আসুক উনারে দিয়া আপনেরে পাঙ্গা "লাগানোর" ব্যবস্থা করতাছি খাড়ান।
    অফ টপিক-আমার নেট আউট অফ বাউন্ড কইরা রাইখা গেছিলেম উনি, ভুলেও মনে করাই দিয়েন না তাইলে আমাকেও পাঙ্গা "লাগাবে" 🙁

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    মাসরুফ ভাই tension নেন কেন!!! O:-) O:-)
    শুনছি গোবরে নাকি পদ্মফুল ফোটে, আর আমরা তো মহীরুহ,তো একখানা ফুল আপনার মনের শাখা-প্রশাখায় ফুটিতেই পারে...তাই না। লজ্জা পাবার কিছু নেই,ঐটা রিমঝিম আপুর কাছেই থাকুক।আ্পনি বরং আমারে এ্কটা টিপস্ দেন যাতে আমারো ২-৪ জন just friend কপালে জোটে। আর কতকাল যে ফুলহীন বৃক্ষ রইব... :bash: :bash: :bash:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  8. নাজমুল (০২-০৮)

    আমি প্রথমে ভদ্র মহিলারে চিন্তে পারিনাই কিন্তু পরে মনে পড়লো রাসেল ভাই(Defense guide) এই রকম একটা ছবি দেখাইসিলো।কইল তোদের public speaking এর ক্লাস নেয় যেই ছেলেটা ওর কী যেন 😕
    মাসরুফ ভাই 😉

    জবাব দিন
  9. রকিব (০১-০৭)

    মাস্ফু ভাই, দেখছেন রিমঝিম আপু কত্তো ভাল। আ্পনি বারবার জাস্ট লজ্জাবতী গা্ছের মত লজ্জা পেয়ে মিছা কথা বলার পরো উনি আপনাকে জান বলেই যাচ্ছেন,এক নিমিষেই আপনার সব দুষ ক্ষমা করে
    দিচ্ছেন। একেই বোধহয় just friendship বলে। :salute: :salute: :salute:

    এত নিষ্ঠুর হয়েন না ভাই, গাছেরও প্রান আছে, আর রিমঝিম আপু তো একজন মানুষ... ;;) ;;) ;;)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : মু. নূরুল হাসান (৯৪/ক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।