তোমাকে না বলা কথা

শোন,
তোমাকেই বলছি।প্রেম পত্র নয়,ব্লাস করোনা। কেমন আছো? অবশ্য বৃথাই জিজ্ঞেস করছি, তোমার মতো লোকেরা ভালই থাকে। আমাকে কি চিনতে পারছনা? তা পারার কথাও নয়। রাজা( বা যে নিজেকে রাজা ভাবে) যে প্রজার ঘর ভাঙ্গে;তাকে মনে রাখলেও রাখতে পারে,কিন্তু তার সাথে সম্পর্কিত যার মনটাও গুঁড়িয়ে দেয় তাকে মনে রাখেনা। আমার বোনের কথা মনে আছে? দয়া করে এখন অন্তত এটুকু বলনা, তোমার বোন কে!চিনিনা তো! চিনতে আজ তোমায় হবেই। চেনাতেই এসেছি। আমি নিজে বয়স ১৬ পার হবার সাথে সাথেই সাইবার জগতে প্রবেশ করলেও চাইনিতো আমার বোকা বোনটাও আসুক এখানে…ও অনেক সরল, জানতো! তুমি না জানলে কে জানবে বল! ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছ… একে অপরকে চেননি একদম, একথাটা বোলনা। আজ আমার মাথা গরম।বলে দেখনা কি করি তোমার! তুমি কি ভাবছ, ও আমাকে কিছু বলেনি? তাই ভেবেছ নিশ্চয়ই। না হলে এমন নির্লজ্জের মতো আমার সাথে কথা বল কিভাবে!তোমাকে জানিয়ে দিলাম আজ, ও আমার কাছে কিচ্ছু লুকায়না…তখন ও লুকায়নি। দেখিয়েছে আমাকে ও,গালদুটো লাল করে দেখিয়েছে কি লিখেছ তুমি ওকে। ও বোকা,না! কি ভিষন বোকা!একটু মায়া হলনা তোমার? মেয়েটা যে যা বলে তাই বিশ্বাস করে,কেন তুমি ওকেই বেছে নিলে? এটা কি ছিল? প্রেমের জাল!ছিহ! তোমার খুব ক্রেডিট হোল না? যেকোনো কৃতিত্বের পদকের মতো প্রেমের সংখ্যাও তোমার কাছে পদকের মতই লোভনীয়,না? যার হাত ধরে জীবন পার করতে চেয়েছিলে তাকেই অন্য এক ঝকঝকে মেয়ের কাছে বোনের মতো বলে দিলে! পারও তোমরা! বাহবা না দিয়ে পারছিনা। মন ভাঙ্গাটাকে আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছ! ভালই হয়েছে!তোমার ভাইও আমাকেই ভালবেসেছে… শিখেছি আমি তোমার থেকেই। এবার দেখ কেমন লাগে!
ইতি
তোমার সহদুঃখে দুঃখিনী

৩,৭৩১ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “তোমাকে না বলা কথা”

  1. রাফায়েত (২০০২-২০০৮)

    বাহহহহহ। চরিত্র তো পুরাই আমার সাথে মিলে যায়। প্রথমে একটু থতমত খেয়ে গেলাম যে চিঠি টা আমাকেই লেখা কিনা!! পরে খেয়াল করে দেখলাম আমার তো ভাই নাই। সুতরাং আমি আমার কাজ কন্টিনিউ করতে পারি =)) =))

    জবাব দিন

মওন্তব্য করুন : শেখ সাদী (০৬-১২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।