নুঁগা (নঁওগা)পার্টি……

আমাদের ক্লাসে নঁওগা জেলার পো্লাপান প্রায়ই তাদের উচ্চারনের বিশেষনের কারনে আমাদের অসীম মজার খো্রাক এবং টিজ নামক আক্রমনের শিকার হত । তার কিছু উদাহরন মনে পরল…

০১ ক্লাস সেভেনে এক নুঁগা দুপুরে কারি ও ডাল একসাথে খাওয়া দেখে অবাক হয়ে, ভ্যাই (ভাই), ড্যাল দিয়ে কি ম্যাংশ দিয়ে খ্যায় ।

০২ সেভেনের ২য় টার্মের পর ছুটি পেয়ে খুশিতে আত্নহারা হয়ে, এবার ন্যাচতে ন্যাচতে গ্যাইতে গ্যাইতে বাড়ি যাবো ।

০৩ ক্রিকেট খেলার এক পর্যায়ে নুঁগার উইকেটকিপারকে মোট কত রান জিজ্ঞেস করায়, আঁক আঁক দুই আর আঁক তিন ( এক এক দুই আর এক তিন ) ।

০৪ নুঁগার দোস্তদের প্রায়ই সাবাসি দিতাম, হুবে দুস্ত ,হুবে (হবে, দোস্ত হবে )।

০৫ সবশেষে একটা ঘটনা । আমার এক নুঁগার বন্ধু ছুটিতে গিয়ে রাতে উত্তেজনা প্রশমনের জন্য গরম কিছুর খোজে ( মানে ম্যাগাজিন, পো্স্টার ইত্তাদি ) ব্যার্থ হয়ে অবশেষে বিটিভির রাত ১০টার ইংরেজি সংবাদ দেখে কাজ সমাধান করে (সবার মনে আছে নিস্চই তখন ফর্সা,সাদা চোখের এক মহিলা ভুতের মত ফ্যাস ফ্যাস গলায় সংবাদ পরত)। ছুটি শেষে শুনে আমরা অবাক হয়ে বলি, হুবে দুস্ত, হুবে……।

১,৬৮৭ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “নুঁগা (নঁওগা)পার্টি……”

  1. তাইফুর (৯২-৯৮)
    বিটিভির রাত ১০টার ইংরেজি সংবাদ দেখে কাজ সমাধান

    নুগা'র পোলাডার এ্যাওয়ার্ড পাওয়া উচিৎ।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বুজছি কার কথা কইতাছে।ওই মহিলার নাম শামীম আহমেদ(শামীমা না)। নাম ছেলেগো হইলে কি হইবো ভদ্রমহিলা এক্কেবারে খাঁটি M*LF ক্যাটেগরিতে পড়েন 😀
    অফ টপিক-আমার প্রিয় সংবাদ পাঠিকা ছিলেন গায়িকা মেহরীন 😉 একদিন ডিউটি ক্যাডেট উনার খবর পাঠের সময় ডাইকা দিতে ভুইলা গেছিল দেইখা বেচারার উপর গজব নাজিল হইছিল,আখন মুনে পড়লে অফরাধী লাগে 🙁

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ও বাই দা ওরে-আমি কিন্তু কই নাই যে আমি কুনুরকম কাজ সমাধান করছি,আমি মহিলারে একটু এপ্রিশিয়েট করতাম আরকি এর বেশি কিছু না।ফাজিল পুলাপাইন খবরদার এইটা নিয়া কিছু কবিনা x-(

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    আপনার লেখা পৈরা আমার নিউজ এট টেন এর কাহিনী মনে পইড়া গেল।
    এইটা নিয়া আলাদা একটা ব্লগ লিখার ইচ্ছা আছে। সময় সুযোগ করে একদিন লিখে ফেলবো। :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন

মওন্তব্য করুন : মুরাদ (২০০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।